উচ্চ মাধ্যমিকের পর এই পরীক্ষা পাশ করলেই MSc অবধি নিশ্চিন্ত, কবে থেকে আবেদন করবেন দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ওডিশার ভুবনেশ্বরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন (NISER)। ইউনিভার্সিটি অফ মুম্বই- ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি সেন্টার অপ এক্সেলেন্স ইন বেসিক সায়েন্স (UM-DAE CEBS) রয়েছে মু্ম্বইয়ে। এই দু’টিই দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জির বিভিন্ন গবেষণাও হয় এই দুই প্রতিষ্ঠানে। এই দুই বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের ইন্টিগ্রেশন এমএমসি কোর্সে ভর্তির জন্য নেওয়া হয় ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (NEST)। উচ্চ মাধ্যমিকের পর এই পরীক্ষায় বসা যায়। তা পাশ করলেই বিজ্ঞানের বিভিন্ন শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ মেলে। তাই উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হতে পারলে একেবারে স্নাতকোত্তর পাশ করে বেরনোর সুযোগ পান পড়ুয়ারা। পরবর্তী কালে গবেষণা করতে চাইলেও সুযোগ মেলে এই দুই প্রতিষ্ঠানে। ১৭ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০টা থেকে এই পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

NEST Eligibility Criteria:

নেস্ট পরীক্ষা পাশ করলে পিজ়িক্স বা পদার্থবিদ্যা, কেমিস্ট্রি বা রয়াসন, ম্যাথেম্যাটিক্স বা গণিত এবং বায়োলজি বা জীববিদ্যায় ইন্টিগ্রেটেড এমএমসি (MSc) করার সুযোগ মেলে। তবে এর জন্য উচ্চ মাধ্যমিক স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। সেই সঙ্গে আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। ২০২৩ এবং ২০২৪ সালে যাঁরা উচ্চ মাধ্য়মিক পাশ করেছেন তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন। ২০২৫ সালে যাঁরা উচ্চ মাধ্যমিক দেবেন, তাঁরা এ বছরের নেস্ট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ভুবনেশ্বরের প্রতিষ্ঠানে রয়েছে মোট ২০০টি আসন এবং মুম্বইয়ের প্রতিষ্ঠানে ৫৭টি আসন রয়েছে এ বছরে। সরকারি নিয়ম অনুযায়ী এর মধ্যে সংরক্ষিত আসন থাকবে।

আরও পড়ুন:- চালকের ঘুম তাড়াতে সেফটি ডিভাইসের পরামর্শ পুলিশের, জানতে বিস্তারিত পড়ুন

NEST Exam Pattern:

নেস্ট একটি কম্পিউটার বেসড পরীক্ষা। ফিজ়িক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি- এই চার বিষয় থেকে প্রশ্ন আসে। প্রতি বিষয় থেকে ২০টি করে প্রশ্ন থাকে। অর্থাৎ মোট প্রশ্ন থাকে ৮০টি। প্রত্যক প্রশ্নের সঠিক উত্তরের জন্য ৩ নম্বর পাওয়া যায় এবং প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যায়। পরীক্ষার্থীরা মোট ৩ ঘণ্টা ৩০ মিনিট সময় পান ৮০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই পরীক্ষায় সফল হতে গেলে সামগ্রিক মার্কস যেমন গুরুত্বপূর্ণ। তেমনই প্রতিটি সেকশনের মার্কসও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

NEST 2025 Important Date:

আবেদন গ্রহণ শুরু: ১৭ ফেব্রুয়ারি

আবেদনের শেষ দিন: ৯ মে

আবেদন কারেকশন এবং আপেডট: ১০-১৪ মে

মক টেস্ট শুরু: ১৬ মে

অ্যাডমিট কার্ড ডাউনলোড: ২ জুন

নেস্ট ২০২৫ পরীক্ষা: ২৫ জুন।

এই পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে এবং ভর্তিগ্রহণ প্রক্রিয়া কবে শুরু হবে, তা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:- কোটি কোটি মানুষের মহাকুম্ভ ‘ফালতু’: লালুপ্রসাদ

আরও পড়ুন:- কেন্দ্র দেয়নি, সুন্দরবনে নদী বাঁধ সংস্কারে রাজ‍্যের বরাদ্দ 200 কোটি ! জানুন বিস্তারিত

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন