উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৫ : কবে ও কীভাবে চেক করবেন ? দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia, Pallab : সকলে জানি পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত সময় হলো ফলাফল প্রকাশের দিন। অতি শীঘ্রই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে। সাধারণত, মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। তাই যেহেতু মে মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। তাই আনুমানিক হিসেবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ২০২৫ সালের মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে। নিচে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল সংক্রান্ত বিস্তারিত দেওয়া হল

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন


উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ ফলাফল সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য দেওয়া হল

বিষয়বস্তু  বিস্তারিত তথ্য
HS পরীক্ষা পরিচালনাকারী বোর্ড পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)
ফলাফল প্রকাশের আনুমানিক তারিখ  মে মাস ২০২৫ (নির্দিষ্ট তারিখ এখন ঘোষণা হয়নি )
ফলাফল কত মাধ্যম দেখতে পাবেন অনলাইন, sms, মোবাইল app, স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ
অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in
রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা (প্রায়) প্রায় ৮-৯ লক্ষ

পরীক্ষার্থীরা কীভাবে রেজাল্ট চেক করবেন? নিচে মাধ্যমগুলি দেওয়া হল-

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের HS পরীক্ষার ফলাফল দেখতে পরীক্ষার্থীরা নিচের দেওয়া যেকোনো একটা মাধ্যম ব্যবহার করতে পারেন অথবা একাধিক মাধ্যমে চেক করতে পারবেন :

1. অনলাইনে রেজাল্ট চেক করার নিয়ম:

১. সর্ব প্রথমে রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে – wbchse.nic.in অথবা wbresults.nic.in
২. এরপর “West Bengal HS Result 2025” লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. তারপর খালি ঘরে পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্ম তারিখ (dd/mm/yyyy অনুযায়ী) লিখতে হবে ।
4. কেপচা থাকলে তা দেওয়ার পর “Submit” অপশনে ক্লিক করতে হবে ।
5. এর পর কিছুক্ষন অপেক্ষা করলে স্ক্রিনে আপনার রেজাল্ট প্রদর্শিত হবে
6. ভবিষ্যতের প্রয়োজনে রেজাল্ট স্ক্রিনশট বা প্রিন্টআউট বের করে রাখতে পারেন।

2. SMS মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি:

অনলাইনে কোনো সমস্যা হলে আপনি, SMS মাধ্যমেও আপনার রেজাল্ট দেখতে পারবেন।

SMS করতে টাইপ করবেন : WB12 Space রোল নম্বর তারপর পাঠিয়ে দিন ৫৬৭৬৭৫০ নম্বরে।

কিছুক্ষণের মধ্যেই ফলাফল মোবাইলে এসএমএস আকারে পৌঁছে যাবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন