Bangla News Dunia : S. Datta Roy – করোনার আক্রমণে গোটা রাজ্য তথা দেশ জর্জরিত। তার মধ্যে রাজ্যের চিন্তা আরও বাড়িয়েছে উচ্চ রক্তচাপ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী -এই রাজ্যে যত জন মানুষ করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মধ্যে কোমরবিডিটি তে সবচেয়ে বেশি এই হাই ব্লাড প্রেসার। বিশেষজ্ঞরা মনে করছেন -উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করতে না পারলে মৃত্যু কমানো খুব কঠিন হবে। গত ডিসেম্বর মাসে WHO এবং ICMR -এর পরামর্শে স্বাস্থ্য দপ্তর উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণের যে প্রটোকল তৈরী করেছে তা সবাই যেন মানে।
মহারাষ্ট্র ,তামিলনাড়ুতে কোমরবিটির প্রধান কারণ ডায়াবেটিস কিন্তু এ রাজ্যে কোমরবিডিটির মূল কারণ হাই ব্লাড প্রেসার। তামিলনাড়ু স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর -সেখানে কোমরবিডিটির ডায়াবেটিসে মৃত্যু বেশি। জানা যায় মুম্বাইতেও করোনা মৃত্যুতে ডায়াবেটিসের ভূমিকা বেশি। সাধারণত ৪০ বছরের উর্ধে উচ্চ রক্ত চাপ দেখা যায়। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী -দেশে ২০ কোটি মতো হাই ব্লাড প্রেসারের রুগী আছে। তার মধ্যে মাত্র ২ কোটি মানুষের রক্ত চাপ নিয়ন্ত্রণে আছে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে – রাজ্যে ৯ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি হাই ব্লাড প্রেসারের রুগী প্রাপ্ত বয়স্ক। ক্লিনিক্যাল জার্নাল অফ হাইপারটেশন -এর সম্পাদক সিদ্ধার্থ শাহ জানান -‘ উচ্চ রক্ত চাপের কারণে অনেক ক্ষেত্রেই হৃদ যন্ত্র ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। তাই কোভিদের মৃত্যুর ক্ষেত্রে কোমরবিডিটি হিসেবে এটা অন্যতম কারণ। ‘ অনেকদিন ধরে হাই ব্লাড প্রেসার থাকলে এমনিতেই স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় ,করোনা সেটাকেই আরও বাড়িয়ে তোলে।
Highlights
১. রাজ্যে যত জন মানুষ করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মধ্যে কোমরবিডিটি তে সবচেয়ে বেশি এই হাই ব্লাড প্রেসার।
২. রাজ্যে ৯ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি হাই ব্লাড প্রেসারের রুগী প্রাপ্ত বয়স্ক।
# করোনা # উচ্চ রক্তচাপ