Bangla News Dunia, দীনেশ :- শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত উত্তর চিনের বিস্তীর্ণ এলাকা (China)। বইতে শুরু করেছে ঝোড়ো বাতাস (Strongest winds)। এই পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে চিনের প্রশাসন। জানানো হয়েছে যে, প্রয়োজন ছাড়া যেন কেউ ঘরের বাইরে না বের হন (Stay indoors)। বিশেষ করে যাঁদের ওজন ৫০ কেজির কম। কারণ ঝোড়ো হাওয়ার গতিবেগ এতটাই তীব্র হতে পারে, যা মানুষকে উড়িয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে।
আরও পড়ুন:- নতুন সিনিয়র সিটিজেন কার্ড আনল মোদী সরকার। কি সুবিধা, কিভাবে আবেদন করবেন জেনে নিন
সূত্রের খবর, বেজিং (Beijing), তিয়ানজান (Tianjin), হেবেই (Hebei) প্রদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে এই শক্তিশালী বাতাস। যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। এমনকি বাতিল করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। আগামী কয়েক দিন ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও এটি অস্বাভাবিক কিছু নয়। প্রতিবছরই এই সময় মঙ্গোলিয়া থেকে আসা ঝোড়ো হাওয়া উত্তর চিনের উপর দিয়ে বয়ে যায়। তবে এবারের মতো পরিস্থিতি গত এক দশকে দেখা যায়নি। বেজিংয়ে ইতিমধ্যেই ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। যা চারস্তরীয় সতর্কতা ব্যবস্থার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্তর। এমনকি ঝড়ের তাণ্ডবে তাপমাত্রা এক ধাক্কায় একদিনে নেমে আসতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন:- পিএম কিষান ২০তম কিস্তির টাকা পেতে কৃষক বন্ধুদের নতুন নিয়ম মানতে হবে, কি করতে হবে দেখুন
যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্মাণ কাজ বন্ধ রয়েছে, ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে, গাছপালা কেটে ফেলা হয়েছে বা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের পাহাড়ি বা বনাঞ্চল থেকে দূরে থাকতে বলা হয়েছে। বেজিংয়ে বাতিল হয়েছে বহু উড়ান।
আরও পড়ুন:- 26/11 মুম্বই হামলার পেছনে তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? সামনে এলো বিস্ফোরক তথ্য
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে