উত্তপ্ত ভূস্বর্গ, কুপওয়ারা এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : উত্তপ্ত ভূস্বর্গ। সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের (J&K) কুপওয়ারায় (Kupwara Encounter) নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই চলছে। অভিযান চলাকালীন এখনও পর্যন্ত নিকেশ হয়েছে এক জঙ্গি।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

কাশ্মীর জোন পুলিশ (Kashmir Zone Police) সূত্রে জানা গিয়েছে, সেনার কাছে গোপন সূত্রে খবর আসে, জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার ক্রুমহুরা গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এদিন ভোর থেকে ওই গ্রামে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

যৌথবাহিনীর অভিযান চলাকালীন জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় সেনাও। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত এক জঙ্গি নিকেশ হওয়ার খবর পাওয়া গিয়েছে। অস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে। নিকেশ হওয়া জঙ্গির পরিচয় এবং কোন গোষ্ঠীর, তা এখনও জানা যায়নি।

এদিন কাশ্মীর পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, হান্দওয়ারার ক্রুমহুরা-জাচালদারা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। এখনও অভিযান চলছে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন