উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সোমবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া (Weather Update) নিয়ে কী আপডেট দিল আবহাওয়া দপ্তর ?

আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !

উত্তরবঙ্গ (North Bengal Weather Update) থেকে ঘূর্ণাবর্ত সরে গেলেও এখনই কাটছে না দুর্যোগ। অতি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় নামতে পারে ধস।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বুধবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়।

আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন