উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে চাপা পড়লেন ৪৭ জন শ্রমিক, বাঁচবেন তো? আশঙ্কা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উত্তরাখণ্ডের চামোলিতে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। এখানে মানা গ্রামে তুষারধসে চাপা পড়েছেন ৪৭ জন শ্রমিক। মোট ৫৭ জন শ্রমিক এই দুর্ঘটনার শিকার হয়েছিলেন, তবে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৪৭ জনের খোঁজ চলছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন ও বিআরও টিম। বর্তমানে আইটিবিপি এবং গাড়ওয়াল স্কাউট দল উদ্ধার অভিযানে নেমেছে।

জানা গিয়েছে, ওই এলাকায় বেসরকারি ঠিকাদারি সংস্থার অনেক শ্রমিক কাজ করছিলেন। আচমকা সেখানে তুষারধস শুরু হয়। সবাই এদিক ওদিক দৌড়তে শুরু করেন। অনেকে পালাতে সক্ষম হলেও ৫৭ জন শ্রমিক চাপা পড়ে যান। স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৪৭ জন। চামোলি জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি দ্রুত গতিতে উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন যে মানা গ্রাম এবং মানা পাসের মধ্যে তুষারধস হয়েছে। ৫৭ জন শ্রমিক সেনাবাহিনীর চলাচলের জন্য রাস্তা থেকে বরফ পরিষ্কার করছিলেন, তাঁরাই চাপা পড়ে যান। সেনাবাহিনীর পাশাপাশি ITBP, NDRF, SDRF-এর উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:- IDBI ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুঃখজনক খবর পাওয়া গিয়েছে। চামোলি জেলার মানা গ্রামের কাছে বিআরও-র নির্মাণ কাজের সময় তুষারধসের কারণে অনেক শ্রমিক চাপা পড়েছেন। আইটিবিপি, বিআরও এবং অন্যান্য উদ্ধারকারী দল কাজ করছে। সকল শ্রমিক ভাইদের নিরাপত্তার জন্য ভগবান বদ্রী বিশালের কাছে প্রার্থনা করি।’

গত দুই দিন ধরে পাহাড়ের আবহাওয়া খুবই খারাপ। হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডের অনেক এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিমাচল প্রদেশের অনেক এলাকায় প্রবল বর্ষণে বিপর্যয় নেমে এসেছে। রাজ্যের কুল্লু জেলা থেকে ধ্বংসযজ্ঞের মর্মান্তিক ছবি উঠে এসেছে। এখানে বৃষ্টিতে এমন বিপর্যয় ঘটেছে যে নদী-নালা উপচে পড়েছে। মান্ডি জেলা থেকেও ধ্বংসযজ্ঞের ছবি উঠে এসেছে। মান্ডি জেলার ওট এলাকায় ধসের পরে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। যখন কুল্লুতে ড্রেন উপচে বৃষ্টির জল বইছে। সেই ড্রেনে আবার গাড়ি ভেসে যেতে দেখা গিয়েছে। হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকার আবহাওয়া দেখে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:- এবার UPI-এর মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে, কিভাবে ? জেনে নিন

আরও পড়ুন:- ফিলটার করা জল পানে রয়েছে মারণ রোগের আশঙ্কা, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন