Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় বদল। IMD-র পূর্বাভাস অনুযায়ী (৫ এপ্রিল, ২০২৫ সকালের), আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
গতকাল, ৪ এপ্রিল কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। অর্থাৎ, গরম বেশি অনুভব হচ্ছে। আর্দ্রতার কারণে রীতিমতো ঘামছেন শহরবাসী। একটা অস্বস্তিকর ভ্যাপসা গরম। শনিবারও তেমনটাই থাকবে।
সাধারণত, গ্রীষ্মের শুরুতে এমন আবহাওয়া কলকাতার জন্য খুব অস্বাভাবিক নয়। তবে আকাশ আংশিক মেঘলা থাকলেও, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে শহরবাসীকে এখনই ছাতা নিয়ে বের হওয়ার দরকার নেই। তবে রোদের তেজ এবং আর্দ্রতা মিলিয়ে অস্বস্তি বাড়াতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বড় কোনও নিম্নচাপ বা কালবৈশাখীর সম্ভাবনা নেই। ফলে সপ্তাহান্তে আবহাওয়া মূলত শুকনো ও আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন:- SSC মামলায় নতুন নিয়োগ কবে থেকে শুরু? এবারে কারা যোগ্য? বিস্তারিত জেনে নিন
গরম থেকে রেহাই নেই, তবে আজ ও আগামিকাল একটু বেশি গরম অনুভূত হতে পারে। ফলে, জল খেয়ে এবং হালকা পোশাক পরে বাইরে বের হন। গরমের প্রকোপ থেকে বাঁচতে সকালের দিকে বা বিকেলের পর বাইরে যাওয়াই ভাল।
সবমিলিয়ে, আগামী ২৪ ঘণ্টা কলকাতায় মূলত মেঘলা আকাশ, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে?
আগামী সোমবার থেকে বুধবার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালতা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গ
সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা শুধু দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন:- ভেজাল-বিষাক্ত পনিরে ছেয়ে গিয়েছে বাজার, কিভাবে ভেজাল পনির চিনবেন জেনে নিন