‘উদাসীনতার ফল ভুগছে শহরবাসী’, প্রশাসন-বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা শুভেন্দুর

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (Kolkata)। সোমবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টির জেরে রাস্তাঘাট কার্যত ডুবে রয়েছে জলে (Heavy Rain)। আর শহরের বিভিন্ন এলাকায় এই জমে থাকা জলে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা কলকাতা পুরনিগমের (KMC)। মঙ্গলবার ভোর থেকেই যদিও কলকাতা পুরনিগমে বসে পরিস্থিতির উপর নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে পুজোর মরশুমে কলকাতার এই জলমগ্ন পরিস্থিতির জন্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘জলমগ্ন শহরে মৃত্যুর মিছিল! মৃতদেহ ভাসছে জমা জলে, সকাল সকাল এই দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায়। কিন্তু এই দুর্দশার জন্য দায় কার?’ এরপরই পুর প্রশাসনগুলিকে নিশানা করে শুভেন্দুর মন্তব্য, ‘আজকের দিনে উন্নত প্রযুক্তির যুগে যখন বৃষ্টি নিয়ে আগাম সতর্কতা পাওয়া সম্ভব, তখন কলকাতা ও বিধাননগর পুরনিগমগুলির অদক্ষতা ও উদাসীনতার ফল শহরবাসীকে ভোগ করতে হচ্ছে।’ বিরোধী দলনেতার অভিযোগ, পূর্বের অভিজ্ঞতা থেকে কোনও শিক্ষা নেয়নি প্রশাসন। তাই বছরের পর বছর ধরে বারবার একই চিত্র ধরা পড়ছে।

এদিন পুর প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরকেও একহাত নিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘বিদ্যুৎ দপ্তরের দোষ তো একেবারে মারাত্মক। আধিকারিকরা কোথায়? খোলা তারের এই বিপদের ব্যাপারে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? এখন অবধি সাতজন নিরীহ মানুষ মারা গিয়েছেন। এটা আপনাদের ব্যর্থতা নয়, এটা অপরাধ। তাই দোষ কার তা নির্ধারণ করে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বছরের পর বছর ধরে এই অব্যবস্থাপনায় মানুষের দুর্ভোগের শেষ নেই। আর কত দিন এই অরাজকতা চলবে?’

উল্লেখ্য, সোমবার রাত থেকে কলকাতা ও লাগোয়া এলাকায় বৃষ্টি শুরু হয়। মাঝরাতের পর শুরু হয় ভারী বৃষ্টি। প্রায় পাঁচ ঘণ্টা একটানা প্রবল বৃষ্টি হয়েছে। বহু বাড়িতে ঢুকে গিয়েছে জল। রেললাইনে জল জমে ব্যাহত ট্রেন পরিষেবা।মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘পুরকর্মীরা কাজ করছেন। যা পরিস্থিতি তাতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগবে।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন