Bangla News Dunia : S. Datta Roy – পরিযায়ী শ্রমিকরা যখন থেকে রাজ্যে ফিরতে শুরু করেছে তখন থেকেই মুখ্যমন্ত্রী সংক্রমণ ছড়িয়ে পড়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এবার সেই আশঙ্কাই সত্যি হলো। ইন্ডিয়ান পাবলিক হেলথ এসোসিয়েশন ,ইন্ডিয়ান এসোসিয়েশন অফ এপিডেমিয়োলজি ,ইন্ডিয়ান এসোসিয়েশন অফ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন -এর বিশেষজ্ঞদের নিয়ে তৈরী টাস্ক ফোর্স কেন্দ্রের কাছে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বলা হয়েছে -ভাইরাস এতটা ছড়িয়ে যাওয়ার আগে পরিযায়ীদের ঘরে ফেরানো হলে দেশজুড়ে এতটা বিপদ হতো না।
বর্তমানে দেশের করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের বেশি। মে মাসের মাঝামাঝি থেকে ৬ লাখের বেশি শ্রমিক এখনো অবদি বাংলায় ফিরেছে। আর তারপর থেকে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা দেখলেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর সেদিনের আশঙ্কা কতটা সত্যি। প্রতিদিন গড়ে ৩০০ জন করে আক্রান্ত পাওয়া যাচ্ছে। হিসেবে অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যে ১৫০০ জন মতো করোনা আক্রান্ত পরিযায়ী সন্ধান পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান -বড় একটা সংখ্যার টেস্টের রিপোর্ট আসা এখনো বাকি ,তার ওপর উপসর্গহীন পরিযায়ী তো আছেই।
আর এর ফলেই রাজ্যের কন্টেনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে। মঙ্গলবার রাট অবদি এ রাজ্যে ৮২০ টির বেশি কনটেনমেন্ট জোন আছে। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১১৬ জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। দেশের ভাইরোলোজিস্ট বলেন -দেশে আক্রান্ত যখন ৫০০ -র বেশি ছিল তখন পরিযায়ী শ্রমিকদের ফেরানো দরকার ছিল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিয়োলজি বলছে – ক্লাস্টারেই করোনা সংক্রমণ বেশি ছড়ায় ,তাই সেদিকেই বেশি নজর দিতে হবে।
Highlights
১. বিশেষজ্ঞদের নিয়ে তৈরী টাস্ক ফোর্স কেন্দ্রের কাছে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বলা হয়েছে -ভাইরাস এতটা ছড়িয়ে যাওয়ার আগে পরিযায়ীদের ঘরে ফেরানো হলে দেশজুড়ে এতটা বিপদ হতো না।
২. বর্তমানে দেশের করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের বেশি।
৩. ক্লাস্টারেই করোনা সংক্রমণ বেশি ছড়ায়।
# করোনা # ক্লাস্টার # পরিযায়ী শ্রমিক # গবেষণা