Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- উদ্বেগের নতুন রূপ সালমোনেল্লা ব্যাকটেরিয়া। করোনা আবহে নতুন সমস্যা। মারণ ভাইরাসের পর এবার ব্যাকটেরিয়ার সংক্রমণের খবর মিলল মানুষের শরীরে। সালমোনেল্লা নামের এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভরতি আরও ৮৬ জন।
সূত্র জানা গিয়েছে, সালমোনেল্লা নামে এই ব্যাকটেরিয়া ছড়াচ্ছে হাঁস ও মুরগি থেকে। আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। করোনা ভাইরাসের মতো এই ব্যাকটেরিয়া একাধিক রাজ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। ২০ মে সর্বশেষ রিপোর্ট অনুসারে ৪২টি রাজ্যে এই ব্যকটেরিয়া থাবা বসিয়েছে। মোট ৪৬৫টি সংক্রমণের খবর এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। যার মধ্যে ৩৬৮ জনে অপেক্ষাকৃত বেশি অসুস্থ। এই বছর, এখন পর্যন্ত আমেরিকায় সর্বাধিক সংক্রমিত রাজ্যগুলি হল কেন্টাকি, টেনেসি এবং জর্জিয়া।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, অসুস্থদের মধ্যে ৩১ শতাংশের বয়স ৫ বছরের নিচে। তবে শিশু ও ৬৫ বছরের উপর বৃদ্ধদের সতর্কতা অবলম্বর জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। ফলে যে কোনও জীবাণু সহজেই তাদের দেহে থাবা বসাতে পারে। সালমোনেল্লায় আক্রান্ত হয়ে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি ওকলাহোমার বাসিন্দা। সালমোনেল্লার সংক্রমণের ফলে সাধারণত পেট বাধা, জ্বর এবং ডায়রিয়া হয়। বেশিরভাগ লোক চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন।
বিষেশজ্ঞদের মতে কখনও কখনও গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভরতির প্রয়োজন হয়ে পড়ে। কারণ সংক্রমণটি অন্ত্র থেকে রক্ত প্রবাহে এবং পরে শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এর থেকে বাঁচতে হাঁস-মুরগিকে বাড়ির ভিতরের ঢোকাবেন না। যাদের পোলট্রি রয়েছে, তারা জীবাণুমুক্ত হয়ে হবেই ঘরে প্রবেশ করুন।
Highlights
1. উদ্বেগের নতুন রূপ সালমোনেল্লা ব্যাকটেরিয়া
2. গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভরতির প্রয়োজন হয়ে পড়ে
#Health #সালমোনেল্লা