Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা সংক্রমণের ভয়ে জুবুথুবু গোটা দেশ। ভয়ঙ্কর উদ্বেগে রয়েছে দেশবাসী। তার মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। লকডাউনের আগে তিন দিনেই দ্বিগুন হারে করোনা সংক্রমণ ঘটেছিলো। কিন্তু দ্বিতীয় লকডাউনে ৬.২ দিনে দ্বিগুন হারে সংক্রমণের খবর মিলেছে। প্রায় ৪০ শতাংশ কমে গেছে সংক্রমণের খবর। অনেক গুলি জেলা থেকে বিগত ১৪ দিনে কোনো সংক্রমণের খবর আসেনি।
[ আরো পড়ুন :- বাজারে এলো আইফোন এসই ২ ]
রোজকার মতো আজকের দৈনিক বুলেটিনে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এর যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি আরো বলেছেন মার্চে গড়ে সংক্রমণ ২.১ ছিল। এখন তা এপ্রিলে ১.২ হয়েছে। অর্থাৎ জাতীয় গড়ে ৪০ শতাংশ কমে গেছে সংক্রমণের খবর। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বেশ কিছু জায়গায় সংক্রমণ কমছে দ্রুত। যুগ্ম সচিবের মতে আরো দ্রুত গতিতে এই সংক্রমণের হার একেবারে কমিয়ে ফেলার চেষ্টা চলছে।
[ আরো পড়ুন : করোনা আবহের মধ্যেই ” দ্বিতীয় পৃথিবীর ” খোঁজ দিলো NASA ]
স্বাস্থ্য মন্ত্রক এর দৈনিক বুলেটিনে জানা গেছে , গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১০৭৬ জন ও মারা গেছে ৩২ জন। সারা দেশে মোট করোনা আক্রান্ত ১৩৮৩৫ জন। তাদের মধ্যে ১৭৬৬ জন অর্থাৎ ১৩.৬ শতাংশ সুস্থ হয়ে গেছেন। সুস্থ হওয়ার পরিমান দিন দিন বাড়ছে।