উপগ্রহ চিত্রে ভারতীয় ভূখণ্ডে চীনা শিবিরের ছবি স্পস্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  S. Datta Roy :-    লাদাখে দুই দেশের সেনাবাহিনীই নিজেদের অবস্থা থেকে সরছে না। উপগ্রহ চিত্র থেকে জানা যাচ্ছে -ভারতের ভূ -খন্ডে ১৬ টি চীনা শিবিরের উপস্থিতি খুব স্পষ্ট। শিবিরগুলি ৯ কিমি ব্যাসার্ধ জুড়ে অবস্থিত। তার মধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এপারে ভারতের ভূ -খন্ডের মধ্যে কালো ত্রিপোলে ঢাকা ১০ টা মতো সেনা ছাউনি দেখা গেছে। ঐগুলোই ভারতীয় ভূ -খন্ডে চীনের শিবির। পিপি ১৪ তে চীনা সেনা ঘাঁটি গেড়েছে যাতে ভারতীয় সেনার গতি বিধির ওপর সহজেই নজরদারি করতে পারে।

Galwan river & Shiyak River

এছাড়াও উত্তর লাদাখে ভারত যে দরবুক থেকে দৌলতবাগ ওল্ডি পর্যন্ত রাস্তা তৈরী করছে তার দূরত্ব এই কালো ছাউনি থেকে ৬ কিমি মতো। এই রাস্তা তৈরী হয়ে গেলে ভারতীয় সেনাবাহিনী খুব সহজেই কারাকোরাম পাসে চলে যেতে পারবে যেখান থেকে আকসাই চীনে চীনা সেনাবাহিনীর গতি বিধির ওপর নজর রাখা সম্ভব হবে। এছাড়া এই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি ডিবিও -র এয়ারস্ট্রিপে যাওয়া যাবে। আর এই বিমান ঘাঁটিতেই ভারতীয় সেনার অস্ত্র ও রসদ আসে। শীতকালে এই অংশ বরফে ঢেকে যাওয়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়

যেহেতু এই রাস্তা ভারতকে কৌশলগত ভাবে সুবিধা দেবে তাই চীনের এতো সমস্যা। ভারতীয় সেনা সূত্রে খবর -লাদাখের বিস্তীর্ণ অংশে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা তৈরী রাখা হয়েছে। ভারত লাদাখে সমরাস্ত্র ও সেনা দুই – ই বাড়িয়েছে। চীনা  সেনার হেলিকপ্টারের আনাগোনা বেড়েছে নিয়ন্ত্রণ রেখায়। ভারতও পূর্ব লাদাখে এয়ার ডিফেন্স কন্ট্রোল জোরালো করেছে। চীনা  সেনার অনুপ্রবেশের ফলে প্যাংগং লেকের কিছুটা অংশে ভারতীয় সেনাবাহিনী নজরদারি চালাতে পারছে না।

Highlights

১.  ভারতের ভূ -খন্ডে ১৬ টি চীনা শিবিরের উপস্থিতি খুব স্পষ্ট। 

২.  ভারত যে দরবুক থেকে দৌলতবাগ ওল্ডি পর্যন্ত রাস্তা তৈরী করছে তা দিয়ে খুব তাড়াতাড়ি ডিবিও -র এয়ারস্ট্রিপে যাওয়া যাবে।

৩.  ভারত লাদাখে সমরাস্ত্র ও সেনা দুই – ই বাড়িয়েছে। 

ভারতীয় ভূ -খন্ড    #  লাদাখ    #  চীনা  সেনা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন