চলছে এনকাউন্টার, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি। কাশ্মীরজুড়ে ব্যাপক তল্লাশি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Kashmir Terrorist and Army

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁও হামলার পরের দিনই উরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ সেনার ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেশ কয়েকজন সন্ত্রাসী উরি সেক্টর থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ৷ সেনার তরফে বাধা দেওয়া হলে গুলির লড়াই শুরু হয় দু’পক্ষের মধ্যে ৷

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, 23 এপ্রিল বুধবার আনুমানিক 2-3 জন ইউআই সন্ত্রাসী বারামুল্লার উরি নালায় অবস্থিত সাধারণ এলাকা সরজীবন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে ৷ এলসি-তে সতর্ক টিপিএস তাদের চ্যালেঞ্জ করে এবং বাধা দেয় ৷ এরপরই দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় ৷ এখনও পর্যন্ত দু’জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:- শিশুদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট-ATM কার্ড-চেকবুক, কী কী সুবিধা পাবে শিশুরা ? জেনে নিন

সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখায় সেনারা সন্ত্রাসীদের চ্যালেঞ্জ করে এবং তাদের বাধা দিতে গেলে গুলি বিনিময় শুরু হয়। এক সেনা আধিকারিক জানান, উরি সেক্টরে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে সেনার ৷ সেই অভিযানেই দুই জঙ্গি নিহত হয়েছে ৷ এখনও পর্যন্ত অভিযান চলছে এবং তীব্র গুলি বিনিময় চলছে ।

প্রসঙ্গত, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা ৷ যদিও সেই ছক বানচাল করে দিয়েছে সেনা ৷ অন্যদিকে, পহেলগাঁওতে মৃতদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:- ধামাকা অফার! ফ্রিতে 5000GB ডেটা দিচ্ছে Jio! কিভাবে পাবেন জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন