উৎসবের মরশুমে সুখবর, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল পদ্মার ইলিশ

By Bangla News Dunia Dinesh

Published on:

 সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর পুজোর মরশুমে পেটপুজোও যে চলবে সমান তালে, তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ থেকে রাজ্যে ইলিশ আসার কথা ছিল আগেই। সেইমতো বিশ্বকর্মা পুজোর আগের রাতে প্রথম দফায় সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকল পদ্মার ইলিশ (Padma Hilsa)।

মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে ইলিশের ট্রাক এদেশে ঢোকে। প্রথম দফায় ওপার বাংলা থেকে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ এসেছে। প্রতি বছর উৎসবের আবহে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি করে থাকে। তবে বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

গত বছর প্রাথমিকভাবে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন থাকলেও শেষপর্যন্ত ভারতে পৌঁছেছিল ২,৪২০ টন। চলতি বছর ঢাকার বাণিজ্য মন্ত্রক জানিয়ে দেয়, ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। গতকাল রাতে বেনাপোল সীমান্ত দিয়ে ইলিশ বোঝাই ট্রাক ভারতে ঢোকে। মোট সাতটি ট্রাক ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এদেশে আসে। জানা গিয়েছে, এক একটি ইলিশের ওজন এক কেজির উপরে। পদ্মার ইলিশ পেয়ে খুশি ব্যবসায়ীরা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন