রাণীনগর: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই খাদ্যরসিক বাঙালিদের রসনা তৃপ্তিতে মাছের চাহিদা এখন তুঙ্গে। সেই চাহিদা মেটাতেই মাছ ধরতে গিয়ে মাঝ নদীতে নৌকাডুবিতে প্রাণ গেল এক মৎস্যজীবীর। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর এলাকায় (Murshidabad)। মৃত মৎস্যজীবীর নাম গণেশ মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন মৎস্যজীবী একসঙ্গে মিলে মাছ ধরার জন্য নদীতে নৌকা নিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ মাছ ধরার পর আচমকাই ভারসাম্য হারিয়ে নৌকাটি উলটে যায়। নৌকায় থাকা বাকিদের কোনওরকমে স্থানীয়দের তৎপরতায় জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হল না গণেশের।
মৃত মৎস্যজীবীর মা বলেন, ‘এইভাবে উৎসবের মুখে ছেলে যে আমাদের সকলকে ছেড়ে চলে যাবে তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সবকিছু শেষ হয়ে গেল আমাদের। জানি না বাকি জীবনটা কী নিয়ে কাটাব।’