উৎসবে বিষাদের সুর! সাঁকো থেকে নদীতে পড়ে তলিয়ে গেল শিশু

By Bangla News Dunia Dinesh

Published on:

কান্দি: সোমবার উৎসবের মাঝেই যেন বিষাদের সুর নেমে এলো মুর্শিদাবাদের কান্দি(Kandi) এলাকায়। সকলে যখন দীপাবলি আয়োজনে ব্যস্ত, ঠিক তখনই বাড়ীর বড়দের নজর এড়িয়ে পাশের বাঁশের সাঁকোর ওপর দাঁড়িয়ে মাছ ধরতে গিয়ে আচমকা রেলিং এর অংশ খুলে গিয়ে নদীতে পড়ে তলিয়ে গেল সূর্য মাঝি নামে এক নাবালক। আশেপাশের লোকজন চিৎকার শুনে ছুটে এলেও তাকে উদ্ধার করা যায়নি। পরবর্তীতে পরিবারের লোক খবর পেয়ে সেখানে হাজির হয়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে নদীতে কোন কংক্রিটের ব্রিজ নেই। কোনরকমে বাঁশের সাঁকোর উপর দিয়েই বাসিন্দারা নিত্যদিন যাতায়াত করেন। তার উপরে দাঁড়িয়েই মাছ ধরছিল সূর্য। সামান্য অন্যমনস্ক হয়ে যাওয়ায় ঘটে যায় এই বিপত্তি। ঘটনার এক প্রত্যক্ষদর্শী সাধন সরকার বলেন, ‘সকলে যখন নিজের কাজে দীপাবলি থেকে পুজোর আয়োজনে ব্যস্ত, তখনই ওই নাবালক বাড়ি থেকে বেরিয়ে এসে এই বিপত্তি ঘটিয়ে ফেলে। সকলে এমন ঘটনায় পূজার মুখে চরম ভেঙে পড়েছে।’ রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও শিশুটির খোঁজ মেলেনি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন