ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ। মেলবোর্নে পালিত হবে পরিচালকের স্মরণসভা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শুরু হতে চলেছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (Indian Film Festival of Melbourne) ৷ 14 অগস্ট শুরু হবে এই চলচ্চিত্র উৎসব ৷ চলবে 24 অগস্ট পর্যন্ত ৷ সিনেমার এই উৎসবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।

পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা এবং নাট্যকার হিসেবে ঋত্বিক ঘটকের অবদান বিশ্ব চলচ্চিত্রে অভিনব ছাপ রেখেছে। সত্যজিৎ রায় (Satyajit Ray), তপন সিনহা (Tapan Sinha) এবং মৃণাল সেনের (Mrinal Sen) মতো বিশিষ্ট সমসাময়িক বাঙালি চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে, ঘটকের সিনেমা মূলত সামাজিক বাস্তবতা, দেশভাগ এবং নারীবাদের সূক্ষ্ম চিত্রায়নের জন্য স্মরণীয়। ‘মেঘে ঢাকা তারা’ (Meghe Dhaka Tara), ‘সুবর্ণরেখা’ (Subarnarekha) এবং ‘কোমল গান্ধার’ (Komal Gandhar)-এর মতো সিনেমা আজও সিনে দুনিয়ায় মাস্টারপিস হিসেবে পরিচিত ৷

 

আইএফএফএম (IFFM) উৎসবের পরিচালক মিতু ভৌমিক ল্যাঙ্গে (Mitu Bhowmik Lange) বলেন, “ঋত্বিক ঘটক ছিলেন তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন দূরদর্শী পরিচালক তথা সিনেমা নির্মাতা। তাঁর বানানো সিনেমায় কাব্যিক গভীরতা এবং তাৎপর্য আজও দর্শক দরবারে চর্চিত হয়।”

 

তিনি আরও বলেন, “আইএফএফএম-এ, আমরা বিশ্বাস করি যে ঋত্বিক ঘটকের মতো আইকনদের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করা আমাদের দায়িত্ব ৷ যাদের কাজ ভারতীয় চলচ্চিত্র নির্মাণকে এক অন্য রূপ দিয়েছে। এই শতবর্ষ উদযাপন কেবল একটি শ্রদ্ধাঞ্জলি নয়, পরিচালকদের কী ধরণের গল্প বলতে হবে তাও মনে করিয়ে দেয় ৷ পদ্মশ্রী (Padma Shri ) এবং একাধিক জাতীয় পুরস্কারে সম্মানিত, ঋত্বিককে সর্বকালের সেরা চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

ঋত্বিক ঘটক 1974 সালে তার ‘যুক্তি তক্কো আর গপ্পো-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের রজত কমল পুরস্কার (National Film Award’s Rajat Kamal Award) এবং ‘তিতাশ একটি নদীর নাম’-এর জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি থেকে সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন। ভারত সরকার 1970 সালে তাঁকে শিল্পকলার জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। ঋত্বিকের পাশাপাশি, চলতি বছর মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে উদযাপিত হবে গুরু দত্তের (Guru Dutt’s 100 years) 100 বছর পূর্তি ৷ যেখানে গুরু দত্তের ‘প্যায়সা’ (Pyaasa) ও ‘কাগজ কে ফুল’ (Kaagaz Ke Phool)-এর মতো সিনেমা দেখানো হবে ৷

আরও পড়ুন:- ৮ আগস্টের মধ্যে KYC না করলেই ফ্রিজ হবে অ্যাকাউন্ট! সতর্ক করল এই ব্যাঙ্ক

আরও পড়ুন:- ডিম কীভাবে খেলে পুষ্টি সবচেয়ে বেশি পাবেন ? কি বলছেন পুষ্টিবিদরা জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন