এইসব ভোটার কার্ড বাতিল করতে চলছে নির্বাচন কমিশন, তালিকায় আপনারটা আছে নাকি দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একই নম্বরের দু’টি ভোটার কার্ড বাতিল করতে চলছে নির্বাচন কমিশন । এই কাজ হবে ইলেকশন রিটার্নিং অফিসার স্তরে । সোমবার এমনটাই খবর মিলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের সূত্র মারফত ।

শাসক থেকে বিরোধী সবাই যখন ভোটার তালিকায় ‘ভূতের’ সন্ধান করতে মাঠে নেমে পড়েছে তখন ভোটার তালিকায় আর একটা মাথাব্যথার সমস্যা মেটানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের । একই নম্বরের দু’টি ভোটার কার্ড থাকলে এখন খুব সহজেই চিহ্নিতকরণ করা যাবে । শুধু তাই নয়, এবার এই ভুল সংশোধন করবেন ইলেকশন রিটার্নিং অফিসার (ERO)।

এতদিন পর্যন্ত একজন ভোটারের যাবতীয় তথ্য দিল্লিতে নির্বাচন কমিশনের পোর্টালেই আপলোড করা থাকত এবং সেই তথ্য একমাত্র নির্বাচন কমিশনের দফতর থেকেই দেখা সম্ভব ছিল । তবে এই প্রথমবার কমিশন এক নয়া পদ্ধতি যুক্ত করেছে ৷ যার ফলে এবার থেকে দেশের প্রত্যেক রাজ্যের ইলেকশন রিটার্নিং অফিসাররা সেই তথ্য দেখতে পাবেন । ঠিক একইভাবে আগে দুই বা একাধিক রাজ্যের ভোটার কার্ডের নম্বর যদি এক থাকত তাহলে সেই রাজ্যে বসে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বা ইআরও-রা তা দেখতে পেতেন না । তাই এই ধরনের সমস্যা খুব সহজে ধরাও পড়ত না ।

তবে এবার এই পুরো পদ্ধতিতে অনেক বেশি সরলীকরণ করা হয়েছে । এখন খুব সহজেই অ্যাপের মাধ্যমে একই নম্বরের দু’টি ভোটার কার্ডের পুঙ্খানুপুঙ্খ তথ্য এক লহমায় ইআরও-র চোখের সামনে ভেসে উঠবে এবং তা সংশোধন করার পদক্ষেপ করা যাবে । এই ক্ষেত্রে দুই রাজ্যের ভোটার কার্ডের নম্বর মিলিয়ে দেখা হবে ৷ যদি একই হয় তাহলে যে রাজ্যে প্রথম ওই নির্দিষ্ট নম্বর দেওয়া হয়েছে তাকে কিছুই করতে হবে না । বরং যে রাজ্য পরে ওই একই নম্বর ব্যবহার করেছে সেই রাজ্যের সেই নির্দিষ্ট ভোটারকে নতুন কার্ড দেওয়া হবে । তবে এই ক্ষেত্রে ভোটারকে কিছুই করতে হবে না । নতুন নম্বর দেওয়া কার্ড তৈরি হয়ে ভোটারের ঠিকানায় পৌঁছে যাবে ৷

একইরকম ভাবে যদি অন্য রাজ্যের কোনও ভোটার কার্ডের নম্বরের সঙ্গে এই রাজ্যের কার্ডের নম্বর মিলে যায় তাহলে এই রাজ্যের ইআরও সেই নম্বরকে পরিবর্তন করে নতুন নম্বর তৈরি করতে পারবেন । এর ফলে ভোটার কার্ডের নম্বর নিয়ে শাসক থেকে বিরোধীদের তোলা অভিযোগের নিরসন ঘটবে ।

আগামী মাসের মধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে । তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেহেতু ব্যাঙ্ক বা পাসপোর্ট কিংবা অন্য একাধিক কাজে ভোটার কার্ডের নম্বরের প্রয়োজন হয় তাই ভোটারের সুবিধার জন্য নতুন নম্বরটি কার্ডের সামনে যেমন ছাপা থাকবে তেমনই পুরনো নম্বরটি কার্ডের পিছনে ছাপা থাকবে ।

জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত দশ হাজারের কাছাকাছি নকল ভোটার কার্ড ডুপলিকেশন চিহ্নিত করা গিয়েছে । দেশের মধ্যে সবচেয়ে বেশি নকল ভোটার কার্ড মিলেছে হরিয়ানায় । ইলেক্টোরাল রোল ম্যানেজমেন্ট পোর্টাল বা ইআরও নেটে এই পদ্ধতি সম্প্রতি যুক্ত করা হয়েছে ।

রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক :

অন্যদিকে, ভোটার কার্ড নিয়ে সোমবার ফের বৈঠকে বসেছিল রাজ্য নির্বাচন কমিশন । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলাশাসক, এডিএম ইলেকশন ও ওসি ইলেকশনদের নিয়ে বৈঠক করেন । এদিনের বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন জেলাশাসকরা । প্রত্যেক জেলার স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে প্রতিনিয়ত বৈঠক করতে হবে ৷ তাদের অভিযোগগুলো ভালোভাবে শুনে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে । ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষেত্রেও এদিন আবারও মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলাশাসকদের ফের নির্দেশ দেওয়া হয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর ।

আরও পড়ুন:- ফোন হ্যাক করা হয়েছে কি না, কেমন করে বুঝবেন? জেনে নিন

আরও পড়ুন:- গুগল ম্যাপে লেখা ‘পুলিশ এখানে ধরে, টাকা নেয়’ ! নেপথ্যে কারা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন