এই উপায় মেনে AC চালালে গরমকালে বিদ্যুৎ বিল অর্ধেক আসবে, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তীব্র গরমের আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে এবং এই সময়ে বিদ্যুৎ বিল আকাশ ছোয়া আসবে সকলের এবং এই চিন্তায় রাতের আরামের ঘুম উড়ে গেছে অনেক মানুষের। কিন্তু প্রত্যেক বছরে যেন ১ ডিগ্রি করে তাপমাত্রা বেড়েই চলেছে এবং এই নিয়ে কোন কিছু করা সম্ভব হচ্ছে না এবং এই কারণের জন্য অনেক মানুষকে নিজেদের পেট কেটে AC (Air Condition) কিনতে হচ্ছে।

বিদ্যুৎ বিল কমানোর উপায়

আর 5 Star এসি কিনতে গেলে অনেক টাকা খরচা হয় এবং অনেকের পক্ষে এইটা সম্ভব হয় না। আর তার থেকে কম স্টারের এয়ার কন্ডিশন কিনলে মাসের শুরুতে ইলেকট্রিক বিল দেখে মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড় হয়। কিন্তু আজকে এমন কিছু তথ্য সম্পর্কে আপনাদের জানিয়ে দিতে চলেছি যার মাধ্যমে আপনারা অনেকটাই এই কারেন্টের বিল কমিয়ে আনতে পারবেন।

বাড়ির বিদ্যুৎ বিল বাচাতে সেরা ঘরোয়া টিপস

গরমে বিদ্যুৎ বিল কম করতে হলে AC-র ব্যবহার নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে, অনেকেই আছেন যারা কম তাপমাত্রায় এসি চালিয়ে রাখেন যাতে ঘর তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যায়। কিন্তু ২৪ – ২৬ ডিগ্রির থেকে কম তাপমাত্রায় এসি ব্যবহার করলে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তাই এই সম্পর্কে সকলের সচেতন থাকা উচিত আর এসি কেনার আগে এই সকল বিষয় জেনে নেওয়ার দরকার সকলের।

How to Reduce Electricity Bill?

এখন সকল মানুষ নিজেদের কাজের জন্য ব্যাস্ত থাকেন এবং এই কারণের জন্য নিজেদের জামা কাপড় ধোঁয়া কাঁচার সময়ও তাদের মধ্যে থাকে না। আর এই কারণে অনেকেই ওয়াশিং মেশিন কিনে থাকেন। কিন্তু AC-র মতোই সকলে যদি এই যন্ত্র ঠিক করে ব্যবহার না করে তাহলে তাদের বিল অনেক বেশি আসার সম্ভাবনা আছে, তাই প্রতিদিন একবারের জন্য এই মেশিন চালালে ভালো হয় সকলের।

পুরনো দিনের আলো যেমন – টিউব, বাল্ব ইত্যাদি বাড়িতে বেশি ব্যবহার করা হলে কারেন্টের বিল অনেক বেশি আসে তাই চেষ্টা করা উচিত যে কম ওয়াটে বেশি আলো দেয় এমন আলো বাড়িতে বা দোকানে ব্যবহার করার। আর অনেকেই TV রিমোট দিয়ে বন্ধ করে রাখেন কিন্তু তাতে কিছুটা হলেও কারেন্ট খরচা হতে থাকে তাই একেবারে সুইচ থেকে টিভি বন্ধ করা উচিত।

ফ্রিজ অটোমেটিক মোডে রাখুন যাতে বেশি বিদ্যুৎ বিল না আসে এবং গরম খাবার ঢুকিয়ে দেবেন না সরাসরি। কারণ এতে ফ্রিজের তাপমাত্রা আরও কমিয়ে নিতে হয় যাতে বিল অনেকটাই বেশি আসে এবং খাবার নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এই কয়েকটা নিয়ম মেনে নিলে সকলের এই গরম কালে কিছুটা হলেও বিল কম আসার সম্ভাবনা থাকবে।

আরও পড়ুন:- SSC-র চাকরিহারাদের জন্য টাস্কফোর্স গঠন, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতার

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন