Bangla News Dunia, Pallab : দেশের সিংহভাগ মানুষ এখনো দুই বেলা ঠিকমতো খেতে পারেন না। তাদের জন্য কেন্দ্র সরকারের রেশন (Ration) প্রকল্পই মূল ভরসা। এই প্রকল্পের মাধ্যমে রেশন কার্ড থাকা পরিবারগুলো খুব কম দামে চাল, গম, আটা ইত্যাদি পেয়ে থাকে। তবে এই সুবিধা পেতে গেলে কিছু গুরুত্বপূর্ণ কাজও করতে হবে। নাহলে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন
ই-কেওয়ায়সি না করলে মিলবে না রেশন
সম্প্রতি কেন্দ্র সরকার রেশন কার্ড সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করেছে। নির্দেশিকা অনুযায়ী, যারা এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাদের নাম রেশন কার্ড থেকে অটোমেটিক কাটা যাবে।
সরকারের মতে, প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছনোর জন্যই ই-কেওয়াইসি বাধ্যতামূলক। কারণ, বহু ক্ষেত্রে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা অনেকে নিয়ে নিচ্ছে। তাই এবার থেকে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
কারা পড়বেন সমস্যায়?
যারা এখনো পর্যন্ত ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাদের রেশন সুবিধা সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হতে পারে। পাশাপাশি রেশন থেকে নাম চিরতরে মুছে ফেলা হতে পারে এবং ভবিষ্যতে নতুন করে আবেদন করতেও অসুবিধা হতে পারে।
আরও পড়ুন : হার্টের সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !