এই কৌশিকী অমাবস্যার দিন দুর্ভাগ্য কাটাতে কিছু বিশেষ টিপস পালন করুন , দারুন উপকার পাবেন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র তথা হিন্দু ও বৈদ্ধ ধর্মের মানুষদের জন্য এক শুভ অমাবস্যা হলো এই কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় কিছু টোটকা পালনের মাধ্যমে আপনি নিজের ও নিজের পরিবারের দুর্ভাগ্য কাটাতে পারেন। আগামীকাল এই বছরের কৌশিকী অমাবস্যা রয়েছে। তবে চলুন আগে এর দিনক্ষণ ও সূচি দেখে নেওয়া যাক।

আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি

এই বছরের কৌশিকী অমাবস্যা কাল অথাৎ ৬ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত পড়েছে । মূলত , বাংলা সময় ২১ ভাদ্র ১৪২৮ সালে এই দিনক্ষণ পড়েছে। ইংরেজি সময় অনুযায়ী কৌশিকী অমাবস্যার মূল তিথি ২০২১ সালের ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৭:০৭ মিনিট থেকে শুরু হবে আর ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২১ সালের সকাল ৬টা ৩৬ মিনিটে ছাড়বে এই অমাবস্যা।

এই অমাবস্যা চলাকালীন নিজের ও নিজের পরিবারের দুর্ভাগ্য দূর করার কিছু সহজ  টোটকা দেখুন :- 

১. জ্যোতিষ শাস্ত্র মতে , কৌশিকী অমাবস্যা চলাকালীন কালসর্প দোষ দমন করা যায়। কারোর যদি কুষ্টিতে এই কালসর্প দোষ  থাকে, তাহলে কৌশিকী অমাবস্যার দিন মন দিয়ে শিবপুজো করলে তার ফলে জীবনে সৌভাগ্য নিয়ে আসে।

২. এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা জীবনে বহু পরিশ্রম করেও তার ফল পাচ্ছেন না, বা পরিশ্রমের পরেও সৌভাগ্য ফেরাতে পারছেন না, তাঁদের জন্য কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত লাভদায়ক হতে পারে। এই কৌশিকী অমাবশ্যার রাতে নারকেল ফাটিয়ে , তার কয়েকটি টুকরো দরজার বাইরে রাখুন। সকালে ভোরের আলো ফুটলেই, তা ফেলে দিন। এই নারকেল টুকরো পারলে পুকুর বা নদীতে ফেলবেন বা নির্জন স্থানে ফেলবেন।

niladri misra

 

৩. এই কৌশিকী অমাবস্যার রাতে অবশ্যই সদর দরজার সামেন তেলের প্রদীপ রাখুন। এতে পরিবারের দুর্ভাগ্য দূর হবে পারিবারিক জীবনে আসবে আলো। বাড়ির সদর দরজার সামেন ছাড়াও পারলে বাড়ির সমস্ত দরজার সামনেই তেলের প্রদীপ রাখুন। জ্যোতিষ শাস্ত্র মতে , এতে বহুদিনের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসবে।

৪. এই কৌশিকী অমাবস্যার রাতে মাছকে খাবার খাওয়ান। তা পুরুকোর মাছ বা অ্যকোয়ারিয়ামের মাছ হতে পারে। এই মাছকে আটা বা আটা জাতীয় বা মাছের খাবার খাওয়াতে পারেন। শাস্ত্র মতে এমনিতেই মাছকে খাওয়ানো শুভ মানা হয়। মাছকে এই খাবার দানে দুর্ভাগ্য কেটে যাবে বলে শাস্ত্র মতে মনে করা হয়।

এই অমাবস্যা সমন্ধে আরো উপকারী ও সৌভাগ্য ফেরানোর টিপস আসছে। পরবর্তী আর্টিকেল গুলিতে , সাথে থাকুন।

আরো পড়ুন :- সেপ্টেম্বর মাসে কোন রাশির আর্থিক অবস্থা কেমন যেতে পারে দেখুন

 

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন