Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আগামীকাল কৌশিকী অমাবস্যা , শাস্ত্র মতে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে এমনকি এর বিশেষ গুন ও রয়েছে। এই কারণেই সাধকরা এই অমাবস্যাকে সাধনার জন্য সবচেয়ে উপযোগী বলে মনে করেন। এই কৌশিকী অমাবস্যার দিন লাখ লাখ মানুষ তারাপীঠে হাজির হন। যাতে করে জীবনে সুখ শান্তিতে বাঁচার জন্য মায়ের আশীবার্দ পাওয়া যায়। সাধক বামাক্ষেপা এই কৌশিকী অমাবস্যার দিনই তার সাধনার ফল পেয়ে ছিলেন।
তবে এই বছর করোনার জন্য সবকিছুই ভেস্তে গেছে। কিছু নিয়ম বিধি মেনেই মানুষ এই কৌশিকী অমাবস্যা পালন করছেন। তবে দেখে নেওয়া যাক এই বছরের কৌশিকী অমাবস্যার দিনক্ষণ।
আরো পড়ুন :- সেপ্টেম্বর মাসে কোন রাশির আর্থিক অবস্থা কেমন যেতে পারে দেখুন
এই বছরের কৌশিকী অমাবস্যা কাল অথাৎ ৬ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত পড়েছে । মূলত , বাংলা সময় ২১ ভাদ্র ১৪২৮ সালে এই দিনক্ষণ পড়েছে। ইংরেজি সময় অনুযায়ী কৌশিকী অমাবস্যার মূল তিথি ২০২১ সালের ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৭:০৭ মিনিট থেকে শুরু হবে আর ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২১ সালের সকাল ৬টা ৩৬ মিনিটে ছাড়বে এই অমাবস্যা।
তবে চলুন এই অমাবস্যায় সৌভাগ্য ফেরানোর কিছু সহজ টোটকা সমন্ধে জেনে নেওয়া যাক –
১. এই অমাবস্যার দিন রাতে মাছকে খাবার দান করুন। তবে আটা জাতীয় খাবার দান করা শুভ হবে।
২. এই কৌশিকী অমাবস্যার রাতে কুয়োতে এক চামচ মধু দান করুন , জীবনে দুঃখ দূর হয়ে সৌভাগ্য ফিরবে। কুয়ো না থাকলে পুকুরেও দান করতে পারেন।
৩. আপনার হাতে বা গলায় আগে থেকে বাঁধা লাল সুতো থাকলে তা এই অমাবস্যার রাতে নির্জন জায়গায় রেখে আসুন , এতে যেমন দুর্ভাগ্য দূর হবে তেমন জীবনে সৌভাগ্য আসবেই।
৪. এই অমাবস্যার রাতে মা কালী বা মা দূর্গা বা ভোলানাথের ভক্তিভরে পুজো করুন। আর আপনার মনোস্কামনা জানান ভগবানকে। আপনার মনোস্কামনা পূরণ হবে।
আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)