এই গাছ বিক্রি করে বছরে ৬০ লাখ উপার্জন ! কেন এত দাম ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘ 20 বছর চেষ্টা করেছেন ৷ কিন্তু, সফলতা পাননি ৷ নিরন্তর প্রচেষ্টার পর কেবলমাত্র গাছ বিক্রি করে বছরে 60 লক্ষ আয় করছেন তামিলনাড়ুর তিরুভাল্লুরের বিক্রেতা জলন্ধর ৷ রাতারাতি তাঁর জীবনকে কার্যত মরুদ্যানে পরিণত করেছে ‘মরুভূমির গোলাপ’ ৷

তিরুভাল্লুর জেলার উথুকোট্টাই তালুকের অন্তর্গত ইসানাম কুপ্পাম এলাকা ৷ সেখানে 15 একর জমিতে 40 বছর ধরে বিশেষ গাছ ‘মরুভূমির গোলাপ’-এর চাষ করছেন জলন্ধর ৷ সেখানে পৌঁছে চমকে যান সকলেই ৷ শুষ্ক আবহাওয়ায় প্রখর রোদের মধ্য়ে প্রাণের সঞ্চার করছে জলন্ধরের সাজানো এই বাগান ৷

DESERT ROSE PLANT

প্রখর রোদের মধ্যে বেড়ে উঠেছে বহুমূল্যের গাছ 

 

জলন্ধর জানান, 1986 সালে এই নার্সারিটি তৈরি করেন ৷ সেখানে শুধুমাত্র ‘মরুভূমির গোলাপ’ গাছেরই চাষ করেন তিনি ৷ মোট 450 রকমের গাছের চাষ হয় ৷ আশ্চর্যের বিষয় হল, প্রতিটি গাছে তিনটি ভিন্ন ধরনের ফুল ফোটে ৷ তিনি বলেন, “এই গোলাপ আমি আমি 1986 সালে মুম্বই থেকে সংগ্রহ করি ৷ তবে, প্রথমে গাছটির চাষের প্রক্রিয়া ব্য়াপারে অবগত ছিলাম না ৷ পরে, গাছের পরিচর্যা শিখতে বেশ কয়েকবার তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম যাই ৷”

আরও পড়ুন:- এপ্রিল ফুল! কেন ১ এপ্রিল মানুষকে বোকা বানানো হয় ? জেনে নিন দারুন ইন্টারেষ্টিং কাহিনী

সাজব যতনে…

জলন্ধরের কথায়, “বহুমূল্য এই গাছের পরিচর্যা খুব সহজ ৷ সপ্তাহে দু’বার জল দিয়ে প্রখর রোদের মধ্যে রেখে দিলেই যে কোনও বাগানে খুব সহজেই বেড়ে উঠবে ‘মরুভূমির গোলাপ’ ৷ গাছের পরিচর্যায় কোনও রকমের সার ব্যবহার করারও প্রয়োজন নেই ৷ বরফে ঢাকা এলাকা ছাড়া যে কোনও এলাকাতেই খুব সহজে বহুমূল্য এই গাছের চাষ করা সম্ভব ৷ সময়ের সঙ্গে সঙ্গে এই গাছের দাম ক্রমশ বাড়তে থাকে ৷ “

 

জলন্ধর বলেন, “গ্রাফটিংয়ের সাহায্যে একটি গাছে একাধিক ফুল ফোটানো সম্ভব, তাতে গাছের দাম আরও বেড়ে যায় ৷ কেরল থেকে শুরু করে গুজরাত এবং দিল্লিতে এই গাছের চাহিদা অনেক বেশি ৷ এমনকী, দুবাইতেও এই গাছ পাঠানো হয় ৷ 2015 সালে দুবাইয়ে এক লক্ষ গাছ রফতানি করেছি ৷ বর্তমানে এই গাছের ব্যবসা করে বছরে 50 লক্ষ থেকে 60 লক্ষ টাকা আয় হয় আমার ৷”

জামাইকা থেকে মরিশাস

শুধু দুবাই নয় ৷ 2009 সালে জামাইকাতে 5 হাজার মরুভূমির গোলাপ রফতানি করেন জলন্ধর ৷ অবশ্য, রফতানির পরিমাণ কমিয়ে দিয়েছেন তিনি ৷ 2025 সালের মার্চে মরিশাসে প্রায় 200টি গাছ পাঠানো হয়েছে বলে জানান দক্ষিণ ভারতের এই গাছ বিক্রেতা ৷ 2006 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডাক যোগে দেশের বিভিন্ন প্রান্তে এই গাছ রফতানি করেছেন ৷ তবে, ভুয়ো বিক্রেতাদের অত্যাচারে অনলাইনে এই গাছ বিক্রি করা বন্ধ করে দিয়েছেন বলে জানান জলন্ধর ৷

150 টাকা থেকে 12 লাখ

তিনি আরও জানান, মরুভূমির গোলাপের একটি ছোট গাছের দাম মাত্র 150 টাকা ৷ কিন্তু, গাছের গুঁড়ি শক্ত হয়ে যাওয়ার পর গাছের দাম 12 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যায় ৷ চেন্নাই, ভিয়েতনাম ও থাইল্যান্ড- বিশ্বের মোট 3 জায়গায় পাওয়া যায় বিশেষ এই গাছ ৷ দেখভালের প্রক্রিয়াও বেশ সহজ ৷ চারা অবস্থায় খোলা রোদের মধ্য়ে রেখে দিলেই শিকড় বেরিয়ে যাবে ৷ শুধু তাই নয়, নতুন গাছের জন্য পুরনো গাছের মাটিকেই একাধিকবার ব্যবহার করা যেতে পারে ৷

DESERT ROSE PLANT

একটি গাছে 3 রকমের ফুল পাওয়া যায়

 

পাশে সরকার

চেন্নাইয়ের গাছ বিক্রেতা আরও জানান, খুব সহজে শুকিয়ে যায় না এই গাছ ৷ সপ্তাহে কেবলমাত্র দু’বার জল দিলেই হল ৷ সরকারের তরফেও বিশেষ এই গাছ চাষের জন্য সাহায্য় পান জলন্ধর । বছরে 10 লক্ষ 65 হাজার অনুদান দেওয়া হয় তামিলনাড়ুর উদ্যানপালন বিভাগ থেকে ৷ চাইলে আপনিও দেখে আসতে পারেন 15 একরের বিশেষ এই ‘মরুভূমির গোলাপ’-এর এই বাগান ৷

আরও পড়ুন:- LPG-র দাম থেকে ব্যাঙ্ক একাউন্ট, আজ থেকে দেশে ৫ বিরাট বদল? একনজরে দেখে নিন

আরও পড়ুন:- শিশুদের জন্য নতুন স্কিম আনল মোদী সরকার। জেনে নিন সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন