এই গ্রামের মেয়েদের ছাড়া পুজো হয় না দেবী দুর্গার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : গ্রামের মেয়েদের ছাড়া পুজো হয় না দেবী দুর্গার। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ডাবুয়া পুকুর গ্রাম। গ্রামের দুর্গাপুজো চাঁদা তোলা থেকে পরিচালনার দায়িত্বে থাকেন গ্রামের মহিলারাই। প্রায় ১৫ কিলোমিটার দূরে দুর্গা পুজোর অঞ্জলি দিতে যেতেন পুণ্যার্থীরা। ঠাকুর দেখতে গেলেও এতটা পথ অতিক্রম করতে হত। সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামের পুজো শুরু করার। সেই থেকে হয়ে আসছে পুজো। পুজোর দায়িত্বে থাকেন মহিলারা।

technical coching 2

প্রথম বছর গ্রামবাসীদের পুজোর মনোবাসনা পূরণ করবার লক্ষ্যে পুরুষেরা মিলে এই পুজোর সূচনা করেছিলেন। পরে এই গ্রামের অধিকাংশ যুবকেরা ভিনদেশে ভিন রাজ্যে কর্মসূত্র থাকার কারণে পুজো প্রায় বন্ধের দিকে যাচ্ছিল। ঠিক তখন থেকেই পুজোর দায়িত্বভার তুলে নেন গ্রামের প্রায় শতাধিক মহিলারা। সেই থেকেই মহিলাদের দ্বারা পরিচালিত হয়ে আসছে এই পুজো।পুজোর জন্য তৈরি করা হয়েছে পদ্ম ফুলের চাষ, ফুলের বাগান, বেল পাতার গাছ সহ একটি পুকুর কাটা হয়েছে।

পুজোর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য গুলি হল এক মন ঘি পুড়িয়ে যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অষ্টমীর দিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লাইন দিয়ে চলে পুষ্পাঞ্জলি অনুষ্ঠান। অষ্টমীর দিন গ্রামের সকলকে খিচুড়ি ভোগ পাত পেতে খাওয়ানো হয়। মহিলারা এই পুজোর আয়োজন করে থাকলেও ভিন রাজ্য থেকে পুরুষেরা পুজোর কটা দিন এসে একসাথে আনন্দ উপভোগ করেন। পুজোকে ঘিরে প্রায় ১৫ টি গ্রামের মানুষজনদের আনন্দের সীমা থাকে না

আরো পড়ুন :- লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দারুণ GOOD NEWS দিলেন মমতা

পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, বসে মাঠে বড় আকারের মেলা। এছাড়াও রক্তদান বস্ত্র দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বোপরি মহিলাদের দ্বারা আকর্ষণীয় ধনুচি নাচের অনুষ্ঠানও হয়ে থাকে এই পুজোকে ঘিরে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন