এই চার পেনি স্টকে রিটার্ন ভাল, বিপুল লগ্নিও করেছেন ফরেন ইনভেস্টররা, কিনতে চান?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের স্টক মার্কেটে এ রকম অনেক স্টক আছে, যেগুলির দাম হয়তো কম। কিন্তু সেই কম দামের স্টক থেকেই মোটা অঙ্কের রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। এ রকমই চারটি পেনি স্টক উঠে এসেছে বাজার বিশ্লেষক থেকে লগ্নিকারীদের আলোচনায়। এর প্রধান কারণ বিদেশি বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট। গত কয়েক মাসে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বড় অঙ্কের বিনিয়োগ করেছেন ওই চার পেনি স্টকে।

সিগাচি ইন্ডাস্ট্রিজ়: এই সংস্থা মাইক্রো-ক্রিস্টালাইন সেলুলোজ় পাউডার (এমসিসিপি) তৈরি করে। যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এর পাশাপাশি কসমেটিক্সেও এমসিসিপি ব্যবহার করা হয়। দেশের মধ্যে এই দ্রব্যের বৃহত্তম উৎপাদক হলো সিগাচি ইন্ডাস্ট্রিজ়। দেশে পাঁচটি ফ্যাক্টরি রয়েছে এই সংস্থার। ৬৫টির বেশি দেশে ছড়িয়ে রয়েছে এই সংস্থার ব্যবসা। ২০২৫ অর্থবর্ষে এই সংস্থার রেভিনিউ আগের অর্থবর্ষের তুলনায় ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ৩ কোটি টাকা। গত তিন বছরে এই স্টক থেকে ২ হাজার ৮০০ শতাংশ রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। এখন এই স্টকের দাম ৩৮.৭১ টাকা।

বিশাল ফ্যাবরিক্স: টেক্সটাইল সেক্টরের এই স্টকেও বিদেশি বিনিয়োগ উপচে পড়েছে গত কয়েক দিনে। এই সংস্থায় বিদেশি বিনিয়োগ ৩.২১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৭২ শতাংশ। বিদেশের বাজারেও ডেনিস সরবরাহ করে এই সংস্থা। চলতি অর্থবর্ষেই বিক্রির পরিমাণ ৩০ থেকে ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা রেখেছে এই সংস্থা। সেই সঙ্গে গত অর্থবর্ষে এই সংস্থার নেট প্রফিট বেড়েছে ১২.৮ শতাংশ। গত এক মাসে এই সংস্থার স্টকের দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ। এখন এই সংস্থার প্রতি শেয়ারের দাম ৩৭.৮০ টাকা।

নন্দন ডেনিম: পোশাক প্রস্তুতকারক এই সংস্থার স্টকেও নজর রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের। ডিলার ডিসট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে ১৫টির বেশি দেশে ডেনিমের পোশাক সরবরাহ করে এই সংস্থা। এই সংস্থায় বিদেশি বিনিয়োগ ০.৫৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১.৪ শতাংশ। গত এক বছরে ২৫ শতাংশ দাম কমলেও গত পাঁচ বছরে এই স্টকের বৃদ্ধি হয়েছে ৪৬৩ শতাংশ।

মডার্ন থ্রেডস: উল এবং সুতোর তৈরি করে এই সংস্থা। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার ব্যবসা ধারাবাহিক ভাবে বেড়েছে গত কয়েক বছরে। দেশের মধ্যে সবচেয়ে বেশি উল উৎপাদন করে এই সংস্থা। মার্চ মাসেও এই সংস্থায় কোনও বিনিয়োগ ছিল না ফরেন ইনভেস্টরদের। এখন এই সংস্থার ১.২৬ শতাংশ স্টক রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- ১ অগস্ট থেকে UPI-এর একাধিক নিয়মে পরিবর্তন, আপনি জানেন তো?

আরও পড়ুন:- শুধু মহিলাদের নয়, এখন পুরুষদের জন্য গর্ভনিরোধক বড়ি ! কিভাবে খেতে হবে ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন