এই চার Sugar Stocks -এ সর্বোচ্চ 48% রিটার্ন মেলার সম্ভাবনা ! দেখে নিন বিশেষজ্ঞদের রেটিং

By Bangla News Dunia Dinesh

Published on:

today's top gainers in the share market

Bangla News Dunia, দীনেশ :- গত কয়েক দিন ধরে তরতরিয়ে বৃদ্ধির পর এই সপ্তাহের শেষ দুই সেশনে পতনের সম্মুখীন হয়েছিল বেঞ্চমার্ক সূচকগুলি। তবে এই সময়ে নতুন করে বিনিয়োগের সুযোগ খুঁজছেন বিশ্লেষকদের একাংশ। তাঁরা সম্প্রতি কয়েকটি সেক্টর বেছে নিয়েছেন। এর মধ্যে অন্যতম হল চিনির সেক্টর। এই সেক্টরের কয়েকটি স্টক কেনা এবং হোল্ডের সুপারিশ করেছেন তাঁরা। নিম্নে তা উল্লেখ করা হল।

দ্বারিকেশ সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড

Dwarikesh Sugar -এর স্টকে বাই রেটিং দিয়েছেন দু’জন বিশেষজ্ঞ। শেয়ারের দাম 48 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার বাজার বন্ধের সময় কোম্পানির শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 5.55 শতাংশ নিম্নগামী হয়ে ছিল 40.52 টাকা। কোম্পানির বর্তমানে মার্কেট ক্য়াপ রয়েছে 751 কোটি টাকা। এক বছরে শেয়ারের দাম কমেছে প্রায় 45.02 শতাংশ। পাঁচ বছরে স্টকের দরবৃদ্ধির হার ছিল 132.21 শতাংশ।

আরও পড়ুন:- পর্যটকদের লক্ষ্য করে গুলি, প্রকাশ্যে পহেলগাঁও হামলার নতুন Video

ডালমিয়া ভারত সুগার

Dalmia Bharat Sugar and Industries -এর শেয়ারে হোল্ড রেকমেন্ডেশন দিয়েছেন এক জন বিশেষজ্ঞ। শেয়ারের দাম 35 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার স্টকের মূল্য বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 3.76 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 392.10 টাকা। কোম্পানির বাজারগত মূল্য রয়েছে 3174 কোটি টাকা। গত পাঁচ বছরে স্টকটিতে মিলেছে প্রায় 553.50 শতাংশ রিটার্ন।

আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন

বলরামপুর চিনি মিলস

Balrampur Chini Mills -এর স্টকে স্ট্রং বাই রেটিং রেখেছেন সাত জন বিশ্লেষক। শেয়ারটির দর আগামী দিনে 13 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে স্টকের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 4.78 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 571.95 টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে রয়েছে 11548 কোটি টাকা। এক বছরের হিসাবে শেয়ারের দরবৃদ্ধির হার ছিল 47.39 শতাংশ। দুই বছরে স্টকের দাম বেড়েছে প্রায় 24.09 শতাংশ। পাঁচ বছরে স্টকে মিলেছে প্রায় 481.55 শতাংশ রিটার্ন।

আরও পড়ুন:- আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? সামনে আসলো চাঞ্চল্যকর VIDEO, দেখুন

ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

Triveni Engineering & Industries -এর শেয়ারে বাই রেটিং দিয়েছেন চার বিশ্লেষক। শেয়ারের দাম 11 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার ইঙ্গিত রয়েছে। গতকাল NSE -তে সংস্থার শেয়ারের দাম 3.83 শতাংশ কমে হয়েছে 420.90 টাকা। সংস্থার মার্কেট ক্যাপ রয়েছে 9213 কোটি টাকা। এক বছরের হিসাবে শেয়ারের দাম বেড়েছে প্রায় 16.37 শতাংশ।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

(এই প্রতিবেদনে বিশেষজ্ঞদের পরামর্শ, মতামত এবং সুপারিশ তাঁদের ব্যক্তিগত )

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন