এই ধনতেরাসেই মালামাল হবে ৪ রাশি, নানা দিক থেকে অর্থ আসবে

By Bangla News Dunia Dinesh

Published on:

Dhanteras

আসন্ন কালীপুজো, ধনতেরাস আর দীপাবলির সময়টায় শুধু আলোর ঝলক নয়, আকাশেও ঘটছে এক বিরল গ্রহ-সংযোগ। সেই মহাজাগতিক পরিবর্তন নাকি খুলে দেবে কয়েকটি রাশির ভাগ্যের দুয়ার। বিশেষত চারটি রাশির জাতক-জাতিকারা এই সময় পাবেন মা লক্ষ্মী ও ভগবান কুবেরের কৃপা।

বৃষ রাশি
বৃষ রাশির জন্য ধনতেরাসের সময়টি হতে চলেছে অত্যন্ত শুভ। গ্রহযোগ বলছে, এই রাশির জাতক-জাতিকারা অচিরেই ধনলাভের সুযোগ পাবেন। জমি-বাড়ি কেনা বা রিয়েল এস্টেটে বিনিয়োগের ভাবনা যাঁদের আছে, তাঁদের জন্যও সময়টি মঙ্গলময়। নতুন বাড়ি, গাড়ি বা সোনা-রুপো কেনার ক্ষেত্রে থাকবে বিশেষ শুভযোগ। অর্থনৈতিক স্থিতি বাড়বে, সঙ্গে আত্মবিশ্বাসও।

সিংহ রাশি
১৭ অক্টোবর সূর্য ও মঙ্গলের যুগল অবস্থান সিংহ রাশির জন্য নিয়ে আসছে সৌভাগ্যের বার্তা। জীবনের নানা বাধা কাটিয়ে এই সময় খুলে যাবে উন্নতির দরজা। কর্মক্ষেত্রে উন্নতি, ধনলাভ, এবং সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়বে আত্মশক্তি, আর শত্রুরা হারাবে দাপট। শারীরিক দিক থেকেও মিলবে নতুন উদ্যম।

তুলা রাশি
এই রাশির আকাশেও শুভ সংযোগ তৈরি করছে সূর্য ও মঙ্গল। ফলে ঘরে আসতে পারে আনন্দের খবর, পারিবারিক সম্পর্কে আসবে উষ্ণতা। ধনলাভের সম্ভাবনা যেমন উজ্জ্বল, তেমনই নতুন আয়বৃদ্ধির পথও খুলে যেতে পারে। ব্যবসা বা নতুন চুক্তির ক্ষেত্রেও মিলবে সাফল্য।

কুম্ভ রাশি
শনির বিশেষ অবস্থান কুম্ভ রাশির জাতক-জাতিকাদের দিচ্ছে আর্থিক স্থিতি ও উন্নতির নিশ্চয়তা। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি, মুনাফার সম্ভাবনা, এমনকি পদোন্নতিরও যোগ রয়েছে। যারা বিবাহযোগ্য, তাঁদের জীবনে আসতে পারে নতুন সম্পর্কের প্রস্তাব। সামগ্রিকভাবে এই সময় কুম্ভ রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন