এই পাঁচ রাশির মানুষরা প্রচুর বুদ্ধিমান হন , আপনিও আছেন না কি এর মধ্যে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মানুষের রাশির প্রকারভেদে স্বভাবের পার্থক্য দেখা যায়। মানুষের রাশি অনুযায়ী বিচার করলে কিছুটা হলেও মানুষের স্বভাবের সমন্ধে বলে দেওয়া যায়। রাশিচক্রে ১২টি রাশির মধ্যে এমন পাঁচটা রাশির মানুষ রয়েছেন যাঁদের বুদ্ধি অত্যন্ত প্রখর হয়ে থাকে। তবে চলুন এই পাঁচ রাশির কি কি দেখে নেওয়া যাক।

১. মিথুন রাশি :- এই রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। এঁদের সহজে বোকা বানানো খুবই কঠিন হয়ে পরে । বুদ্ধির কারণেই এরা যে কোনও কাজে দ্রুত সাফল্য অর্জন করতে পারে। এঁরা স্বভাবত লেখাপড়ায় অত্যন্ত ভাল হন এবং প্রচুর খ্যাতি অর্জন করতে পারেন। এঁরা বিভিন্ন ভাষায় পারদর্শী হয়ে থাকে।

আরো পড়ুন :- সেপ্টেম্বর মাস কোন রাশির মানুষদের কেমন যাবে দেখুন একনজরে

২. কন্যা রাশি :-এই রাশির মানুষরা খুবই বুদ্ধিমান ও মেধাবী প্রকৃতির হয়ে থাকেন। এঁরা জীবনের যে কোনও সিদ্ধান্ত খুবই ভেবেচিন্তে নেন। নেতা হওয়ার সব গুণ এঁদের মধ্যে দেখা যায় । তর্কে এঁদের সাথে জেতা খুবই কঠিন ব্যাপার।

niladri misra

৩. বৃশ্চিক রাশি :- বৃশ্চিক রাশির মানুষরা বুদ্ধিমান হওয়ার সঙ্গে সঙ্গে খুবই গুণী হন। এরা পড়াশোনায় অত্যন্ত ভাল হন এবং সুনাম অর্জন করে থাকেন। মানুষ চেনার ক্ষমতা এদের প্রখর।

৪. কুম্ভ রাশি :-কুম্ভ রাশির মানুষরা বুদ্ধিমান তো বটেই, তারই সাথে সাথে এরা নিজের সম্বন্ধে খুবই সচেতন হন। এঁরা ভাল বন্ধু হতে পারেন এবং সৎ পথে বহু দূর এগোতে পারে। এরা কঠোর পরিশ্রম করে জীবনে সাফল্য আনতে চায়। এরা পরিশ্রমী হয়ে থাকেন।

৫. মীন রাশি :- এই রাশির মানুষরা বুদ্ধিমান ও তারই সাথে কল্পনাপ্রবণ হয়ে থাকেন। এঁরা যে কোনও কাজ খুব মনোযোগের সাথে করে এবং যতক্ষণ না সাফল্য পান ততক্ষন সেই কাজ ছাড়েন না।

আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন