Bangla News Dunia, Pallab : রাজ্য সরকারের তরফে নতুন এক প্রকল্পের সূচনা করা হলো, যার মাধ্যমে মোট 10,000 টাকা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একে একে নতুন প্রকল্পের সূচনা করেছেন। যার সুবিধা প্রত্যেক গ্রাম বাংলার সাধারণ পরিবার গুলি পেয়ে থাকেন। এই প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হল লক্ষী ভান্ডার প্রকল্প। এই প্রকল্প গুলির মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক ভাতা প্রদান করা হয়। এবার রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন এক প্রকল্পের সূচনা করেছেন যা কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রাজ্য সরকারের তরফে যে নতুন প্রকল্পের সূচনা করা হলো এই প্রকল্পটির নাম হল সমুদ্র সাথী প্রকল্পে (Samudra Sathi Prakalpa)।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
এই প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের মাসিক 5000 টাকার প্রদান করা হয়। আপনারা দুয়ারে সরকার ক্যাম্প অথবা স্থানীয় ভিডিও অফিসের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিম্নে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
সমুদ্র সাথী প্রকল্প:
রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য নতুন যে প্রকল্পের সূচনা করেছেন তার নাম হলো সমুদ্র সাথী প্রকল্পে। এই প্রকল্প মূলত সমুদ্র উপকূলবর্তী মানুষদের জন্য তৈরি করা হয়েছে। যারা মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কথা মাথায় রেখে প্রকল্পটি তৈরি হয়েছে। অনেক সময় দেখা যায় রাজ্যের মৎস্য জীবি পেশার সঙ্গে যুক্ত ব্যাক্তিদের কোন প্রকল্প না থাকায় একাধিক সমস্যা দেখা দেয়। বছরের সব সময় কাজ উপলব্ধ না থাকায় সঠিকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন না। এই সকল মৎস্যজীবীদের চিহ্নিতকরণের মাধ্যমে রাজ্য সরকার সমুদ্রের সাথে প্রকল্পের সাথে যুক্ত করে মাসিক ভাতার ব্যবস্থা করেছে।
আবেদন যোগ্যতা:
প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সমুদ্র সাথী প্রকল্পটি উপকূলবর্তী এলাকায় মানুষদের জন্য তৈরি করা হয়েছে। বিশেষভাবে যারা মৎস্যজীবী পেশার সাথে যুক্ত তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বছরের সব সময় মৎস্যজীবীদের কাজ না থাকায় জীবিকা নির্বাহের সমস্যা তৈরি হয়। তাই বছরের নির্দিষ্ট যে সময় মৎস্যজীবীদের কাজ থাকবে না সেই সময় তাদের সরকারের তরফ থেকে ভাতার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
বর্ষার গুলিতে সরকারের তরফ থেকে সমুদ্রে মৎস্য শিকারে বাধা নিষেধ রয়েছে। তাই এটি দুই মাস মৎস্যজীবীরা মৎস্য সংগ্রহে নামতে পারেন না। রাজ্য সরকারের তরফে এই দু মাস তাদের 5000 টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে। 2025 অর্থবছরে রাজ্য বাজেট পেশ করার সময় চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণাটি করেছিলেন, যার বাস্তবায়ন হতে চলেছে।
আবেদন পদ্ধতি:
সমুদ্র সাথী প্রকল্পে যারা আবেদন করতে চান তারা রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে আবেদন জানাতে পারবে। এর জন্য আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প যেদিন বসবে সেদিন সেই ক্যাম্প থেকে সমুদ্রের সাথী প্রকল্পের আবেদন পত্রটি সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড