Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জীবনে অনেক কিছু বদলে গেছে। কেরিয়ার এক অন্য উচ্চতা ছুঁয়েছে। বিয়ে হয়েছে। সেটাও বলিউডের প্রথমসারির এক নায়িকার সঙ্গে। ঝুলিতে একের পর এক সফল সিনেমা। এখনও যে সিনেমাটি মুক্তি পেয়েছে সে সিনেমাও সুপারহিট হবে বলেই মনে করা হচ্ছে। ভাল করা ইতিমধ্যেই শুরু করেছে।
২০১২ সালে বলিউডে পা রাখা। ২০১৫ সালে প্রথম প্রধান চরিত্র পাওয়া। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। সেই বলিউড তারকা জানালেন জীবনে অনেক কিছু বদলে গেছে। কেবল একটা জিনিস বদলায়নি।
আরও পড়ুন:- ব্যাংক অফ বরোদাতে ৪০০০ শূন্যপদে কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন ১৫,০০০/- টাকা, শীঘ্রই আবেদন করুন
বদলায়নি তাঁর মায়ের হাতে মার খাওয়া। এখনও মায়ের কথা না শুনলে মায়ের হাতে মার খেতে হয় তাঁকে। তারকা বলে কোনও রেয়াত নয়। মায়ের হাতে মার খাওয়া এখনও অব্যাহত। স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে তাঁর সুখের সংসার। বিয়ের পরও মায়ের হাতে মার খাওয়া থামেনি।
২০১২ সালে ‘লব শুভ তে চিকেন খুরানা’ নামে একটি সিনেমায় অভিনয় দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তারপর এই ১৩ বছরে বলিউডে নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করে ফেলেছেন ভিকি কৌশল।
২০১৫ সালে ‘মশান’ সিনেমায় প্রধান চরিত্র দিয়ে শুরু করে এখন তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাওয়া’। মারাঠা সাম্রাজ্যের অন্যতম রাজা শম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি। সেখানে তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে।
ভিকি কৌশল ছাড়াও এই সিনেমায় রয়েছেন রশ্মিকা মন্দানা, অক্ষয় খান্না। ছত্রপতি শিবাজির জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে সম্প্রতি রায়গড় কেল্লায় হাজির হয়েছিলেন ভিকি। সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী অদিতি ঠাকরে।
আরও পড়ুন:- ভারতের ইউটিউব রাজধানী বলেই বিখ্যাত, কীভাবে মিলল এই তকমা ? জেনে নিন