Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অনেক সময় দেখা যায় মায়ের রক্ত তাঁর তাঁর গর্ভস্থ সন্তানের জন্য ঝুঁকির হয়ে উঠছে। গর্ভে থাকা সন্তানের জন্য যা ভাল করার চেয়ে বরং ক্ষতি করতে পারে। এমন সম্ভাবনা আছে যেসব মায়ের দেহে তাঁদের যদি অ্যান্টি ডি নামে একধরনের অ্যান্টিবডি দেওয়া যায় তাহলে শিশুটির প্রাণ রক্ষা হতে পারে।
অস্ট্রেলিয়ার জেমস হ্যারিসনের রক্তে এই অতি বিরল অ্যান্টি ডি-এর অস্তিত্বের খোঁজ পাওয়া যায়। এই অ্যান্টি ডি জেমসের রক্তে ছিল। এমন এক অ্যান্টিবডি ছিল যা সচরাচর কারও রক্তে পাওয়া যায়না। এটি মানবদেহেই তৈরি হয়।
আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন
জেমস তাঁর ১৮ বছর বয়স থেকেই রক্ত দেওয়া শুরু করেন। তারপর ৮১ বছর বয়স পর্যন্ত তিনি রক্তদান থামাননি। রক্তদান করতে তাঁকে ১ হাজার বারের ওপর জামার হাতা গোটাতে হয়েছে।