এই ভুল করলে কড়া ₹১০,০০০ টাকা জরিমানা ! জানুন নতুন নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

আপনার কি Pan কার্ড রয়েছে তাহলে আপনার জন্য এসেছে বিশাল বড় একটি আপডেট। যাদের প্যান কার্ড রয়েছে তাদের করতে হবে বেশ কয়েকটি কাজ না হলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। বর্তমান সময়ের সকলেরই পেন কার্ড থাকা বাধ্যতামূলক তবে আধুনিক সময়ে ব্যাঙ্কিং, আয়কর, বিনিয়োগ থেকে শুরু করে প্রায় সব আর্থিক কাজেই প্যান কার্ড (Permanent Account Number) বাধ্যতামূলক হয়ে উঠেছে। ব্যাংকের একাউন্ট খোলা বা টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও প্যান কার্ডের প্রয়োজন। এসব ক্ষেত্রেই একটিমাত্র বৈধ PAN নম্বর ব্যবহার করা আবশ্যক। তবে আপনার যদি প্যান কার্ড থেকে থাকে এবং আপনি যদি এই সমস্ত ভুলগুলো করে থাকেন তাহলে আপনাকে সরকারের নিয়ম অনুযায়ী জরিমানা গুনতে হতে পারে। অনেকেই অজান্তে এমন ভুল করেন, যার কারণে পড়তে হতে পারে ₹১০,০০০ পর্যন্ত জরিমানার ফাঁদে। কি এই নিয়ম এবং কিভাবে আপনি এই জরিমানা থেকে বাঁচবেন সে ব্যাপারে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে।

 কোন ভুলে জরিমানা হতে পারে?

আয়কর আইন অনুযায়ী, প্যান কার্ডে ভুল থাকলে বা একাধিক প্যান কার্ড থাকলে গুরুতর সমস্যায় পড়তে হয়। এছাড়াও প্যান কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে তাহলেও আপনাকে জরিমানা দিতে হবে। নিচে কয়েকটি সাধারণ ভুল তুলে ধরা হলো—

❌ ভুলের ধরন সম্ভাব্য ফলাফল জরিমানার অঙ্ক
একাধিক PAN কার্ড রাখা বেআইনি কাজ, লেনদেনে সমস্যা ₹১০,০০০ (ধারা 272B)
ভুল PAN নম্বর ব্যবহার ট্যাক্স রিটার্ন ও ব্যাঙ্কিং-এ সমস্যা ₹১০,০০০ পর্যন্ত
প্যান কার্ড ও আধার লিঙ্ক আধার লিঙ্ক সকলেরই বাধ্যতামূলক তবে যদি করা না থাকে তাহলেই সমস্যা এক্ষেত্রে আপনাকে ₹১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে
প্যান কার্ড হারিয়ে না জানানো প্রতারণা বা অবৈধ লেনদেন হতে পারে পুলিশ ও IT Dept রিপোর্ট জরুরি

কেন আধার–প্যান লিঙ্ক করা জরুরি?

যাদের প্যান কার্ড রয়েছে তাদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলকভাবে করাতেই হবে। ভারতের প্রতিটি করদাতার জন্য Permanent Account Number (PAN) একটি অত্যাবশ্যক নথি।

  • আয়কর রিটার্ন জমা দেওয়া

  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা

  • শেয়ার বাজারে বিনিয়োগ

  • ফিক্সড ডিপোজিট বা ঋণ নেওয়া

এসব ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যক।

অন্যদিকে, আধার কার্ড হলো প্রতিটি নাগরিকের ইউনিক আইডেন্টিটি প্রমাণ। সরকারের লক্ষ্য—একজন ব্যক্তির নামে একটি PAN, এবং সেটি আধারের সঙ্গে যুক্ত থাকবে, যাতে প্রতারণা বা ট্যাক্স ফাঁকি বন্ধ হয়। প্যান কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে ওই প্যান কার্ড দিয়ে বিভিন্ন অবৈধ মূলক কাজ করা যায় তাই প্রত্যেকের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে সরকারের পক্ষ থেকে। যদি এই কাজ না করা হয় তাহলে জরিমানা দিতে হবে 10000 টাকা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন