Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কিছু কিছু স্টক থাকে যেগুলি কার্যত চোখের নিমেষে ধনী করে দেয় বিনিয়োগকারীদের। এক সময়ে যেগুলি পেনি স্টক ছিল, সেগুলি বিপুল হারে রিটার্ন দিয়েছে এমনও হয়। তবে কোন স্টক, কখন মাল্টিব্যাগার হবে তা আগেভাগে বোঝা খুবই কঠিন। এমনই একটি মাল্টিব্যাগার স্টক Yogi Ltd। গত ৬ মাসে ১০২ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। গত ১ বছরে রিটার্ন প্রায় ৩০০ শতাংশ। আর যাঁরা তারও আগে থেকে বিনিয়োগ করে বসেছিলেন, তাঁদের বিপুল সম্পত্তি এনে দিয়েছে এই স্টক।
মঙ্গলবার বাজার শেষের পরে যোগী লিমিটেডের স্টকের দাম দাঁড়িয়েছে ১৯৬.১৫ টাকায়। গত ৫২ সপ্তাহের হিসেব দেখলে এই স্টকটির দাম সর্বনিম্ন ছিল ৪৩.৫৫ টাকা, ওই একই সময়ে সর্বোচ্চ ২০৮ টাকা ছুঁয়েছে এই স্টকটি। বেশ কিছু দিন ধরেই যোগী লিমিটেডের শেয়ারের দর ঊর্ধ্বগামী ছিল। গত ১ সপ্তাহে ১৯.২৫% বেড়েছে স্টকের দাম। আর গত তিন মাসে বেড়েছে ৬৯%। কোনও স্টক ১০০% রিটার্ন দিলে তাকে মাল্টিব্যাগার বলা হয়। যোগী লিমিটেডের স্টক গত ৬ মাসের হিসেবে ১০২.৩৬% রিটার্ন দিয়েছে।
গত ১ বছরে কত রিটার্ন?
১ বছরে বিপুল রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। Groww.in-এর তথ্য বলছে গত ১ বছরে রিটার্ন এসেছে ২৯৪.৫৯%। ৩ বছর ধরে যাঁরা টানা বিনিয়োগ করে রেখেছেন এখানে, তাঁরা এই মঙ্গলবার পর্যন্ত পেয়েছেন ৫৩৬.৮৫% রিটার্ন।
৫ বছরে ৪১০০% রিটার্ন:
গত পাঁচ বছরে কয়েক হাজার শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। ৪১০৯.২৩% রিটার্ন দিয়েছে যোগী লিমিটেডের শেয়ার। তথ্য বলছে, গত কয়েক ত্রৈমাসিকে লাভের অঙ্ক বেড়েছে এই সংস্থার। সংস্থার শেয়ারহোল্ডিংয়ের তথ্য বলছে, ৫৯% শেয়ার প্রোমোটারের হাতে রয়েছে, ৪১% রয়েছে রিটেলের হাতে। যোগী লিমিটেড একটি রিয়েল এস্টেট সংস্থা, নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন:- রান্না করার ফলে মহিলাদের বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ! বলছে গবেষণা
আরও পড়ুন:- 2026 আসলে দিল্লি দখলের প্রস্তুতি, মোদি সরকারকে উৎখাতের বার্তা মমতার













