Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
১. মেষ রাশি :- এই রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনি, মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্কের ফলে সামান্য বাদবিবাদ থাকলেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । তবে শুভ প্রেম-প্রীতির ক্ষেত্রেও।
২. বৃষ রাশি :- এই রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে কেতুর অবস্থান মধ্যম ফল আশা করা যায় দাম্পত্য সুখের ক্ষেত্রে। তবে প্রেম প্রীতির জন্য শুভ ।
৩. মিথুন রাশি :- এই রাশির এই মাসে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। প্রেম – প্রীতির ক্ষেত্রে মনোমালিন্য, বাদানুবাদ দেখা দিতে পারে।
৪. কর্কট রাশি :- এই রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । তবে প্রেমের ক্ষেত্রেও মধ্যম ফল প্রাপ্তির সম্বাভনা ।
৫. সিংহ রাশি :- এই রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানের ফলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । তবে প্রেমপ্রীতির ক্ষেত্রেও শুভ।
আরো পড়ুন :- সম্পত্তি বৃদ্ধি পেতে ও বিভিন্ন রোগ ও দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে বালিশের মধ্যে রাখুন এই জিনিস
৬. কন্যা রাশি :- এই রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি থাকায় মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে । প্রেমের ক্ষেত্রেও মধ্যম ফল পাওয়া যাবে।
৭. তুলা রাশি :- এই রাশির এই মাসে দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রেও ভালো ফল পাবেন।
আরো পড়ুন :- জুলাই মাস ছাত্র – ছাত্রীদের পড়াশুনোর ক্ষেত্রে কেমন যাবে এক নজরে দেখে নিন
৮. বৃশ্চিক রাশি :- এই রাশির এই মাসে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায় না। প্রেমের ক্ষেত্রেও শুভ ফল আশা করা যায় না।
৯. ধনু রাশি :- এই রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ খারাপ গেলেও মাসের দ্বিতীয় অর্ধ বেশি শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল পাবেন।
১০. মকর রাশি :- এই রাশির এই মাসে দাম্পত্য সুখের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে মধ্যম ফল পাবেন।
১১. কুম্ভ রাশি :- এই রাশির এই মাসে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
১২. মীন রাশি :- এই রাশির এই মাসে দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে । প্রেমপ্রীতির ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ।
আরো পড়ুন :- সামনে মা বিপত্তারিণীর পূজা ! জেনে নিন পালন করার নিয়ম বিধি ও নির্ঘণ্ট
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক