এই যোজনাতে মাত্র ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস । কীভাবে আবেদন করবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার জন্য সকল গরীব থেকে মধ্যবিত্ত মানুষরা খুবই সমস্যার সম্মুখীন হতে চলেছে। যতদিন যাচ্ছে ততই সকল মানুষদের মূল্য বৃদ্ধির আগুনে জ্বলতে হচ্ছে এর থেকে রেহাই আর কিছুতেই পাওয়া যাচ্ছে না। আর এই কারণের জন্য প্রত্যেক মানুষের সংসার চালানো নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর আগামীর চিন্তা সকলকে শেষ করে দিচ্ছে (Liquefied Petroleum Gas).

রান্নার গ্যাস ৫০০ টাকায় মিলবে

আর এই সকল কিছুর মধ্যে রান্নার গ্যাসের দাম একটু সরকারের তরফে কমিয়ে দিলে বা ভর্তুকি বৃদ্ধি করা হলে সকল মানুষদের অনেকটাই সুবিধা হয়। আর এই কারণের জন্য কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা নিয়ে এসেছিল আর এর মাধ্যমে সকল BPL Ration Card অর্থাৎ দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষদের কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হয়।

হর ঘর হর গৃহিণী যোজনা ২০২৫

আর বিগত লোকসভা ভোটের আগে শেষবারের জন্য এই ভর্তুকি বৃদ্ধি করা হয়েছে এবং তারপর থেকে আর কোন ভর্তুকি নিয়ে নির্দেশ দেওয়া হয়নি। আর এবারে এই নিয়ে বড় ঘোষণা করা হল সরকারের তরফে, মাত্র ৫০০ টাকার বিনিময়ে গ্রাহকদের রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা করা হল, এবারে কীভাবে এই সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার কীভাবে মিলবে?

মুলত এই ঘোষণা হরিয়ানা সরকারের চালক বিজেপি দলের তরফে করা হয়েছে। হর ঘর হর গৃহিণী প্রকল্পের মাধ্যমে সেই রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের এই সুবিধা দেওয়া হবে। হরিয়ানাতে টানা তিনবারের জন্য বিজেপি সরকার গঠিত হওয়ার কারণের জন্য এই সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনির তরফে।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সেই মহিলাকে জন্ম থেকে হরিয়ানার বাসিন্দা হতে হবে, বিবাহ মারফৎ গেলে তারা এই সুযোগ পাবে না, পরিবারের বার্ষিক আয় ১.৮ লাখ টাকার কম হতে হবে, আধার কার্ড, গ্যাস বইয়ের জেরক্স, রেশন কার্ড, ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স এবং মোবাইল নম্বর OTP পাওয়ার জন্য এই কটা ডকুমেন্ট না থাকলে আবেদন করা যাবে না।

এছাড়াও যেই মহিলারা এই আবেদন করবেন তাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে একটা হলেও গ্যাস পেতে হবে এবং আয়ুষ্মান ভারত কার্ড এবং বিপিএল রেশন কার্ড থাকতেই হবে নইলে এই প্রকল্পের আবেদন করা যাবে না। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। আর শুধু হরিয়ানার মানুষেরাই এই সুবিধা পাবে দেশের বাকি রাজ্যের মানুষদের জন্য এমন কোন ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:-  এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন