এই রাশির মেয়েরা সঙ্গী হিসাবে সর্বোত্তম , সর্বদা নিজের সঙ্গীর পাশে থাকেন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মানুষের প্রেমের জীবন ও বিবাহিত জীবন যদি সুখের হয় তা হলে সেই ব্যাক্তি সত্যই সুখী বলা যায়। আর বর্তমান সময়ে এই জিনিসটি খুবই মূল্যবান হয়ে উঠেছে। কারণ প্রচুর মানুষের কাছে শোনা যায় তাদের প্রেমের জীবন ও বিবাহিত জীবনে নানান অশান্তি চলছে। তবে আমাদের রাশিচক্রের ১২ টি রাশির মধ্যে চারটি রাশি এমন রয়েছে যার জাতিকারা জীবন সঙ্গী হিসাবে সর্বোত্তম বলে মনে করা হয়। তবে চলুন এই চার রাশি কি কি দেখে নেওয়া যাক —

আরো পড়ুন :- ডিসেম্বরে কোন কোন রাশির আয় ভালো থাকতে পারে জানুন

১. মীন রাশি :- মীন রাশির মেয়েরা খুবই সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়ে থাকেন। এঁরা অত্যন্ত যত্নশীল প্রকৃতির হয়ে থাকেন। এরা কঠিন সময়ে কখনোই তার জীবন সঙ্গীর হাত ছাড়েন না , সর্বদা পাশে থাকেন। জীবন সঙ্গী হিসাবে এদের সর্বোত্তম বিবেচিত করা হয়।

২. তুলা রাশি :- এই রাশির জাতিকারা সহনশীল হয়ে থাকেন। বিয়ের পর এই রাশির মেয়েরা তাদের সম্পর্কের ভারসাম্য এবং স্থিতিশীলতা প্রদান করে। এদের জীবনে যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেনো , সবচেয়ে বড় বড় অসুবিধার মধ্যেও স্বামীর পাশে থাকেন। এই রাশির মেয়েরা তাদের স্বামীর জন্য সংসারের জন্য সৌভাগ্য সঙ্গে করে আনেন।

niladri misra

 

৩. কর্কট রাশি :- এই রাশির জাতিকারা সর্বদা নিজের জীবন সঙ্গীর যত্ন নেন। এরা সর্বদা সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকেন। এই রাশির মেয়েরা খুব স্থিতিশীল সম্পর্কের খোঁজে থাকেন। জীবনসঙ্গীর প্রতি এঁদের ভালোবাসা কখনও কম হয় না। এরা নিজের জীবন সঙ্গীর ভালো মন্দতে সাথে থাকেন। এরা একজন গৃহিনী হিসাবে নিজেকে প্রমাণিত করতে পারেন।

আরো পড়ুন :- নিজের ভুল থেকেই শেখে এই ৬ রাশির মানুষরা , আপনি কি রয়েছেন তার মধ্যে ?

৪. কুম্ভ রাশি :- এই রাশির মেয়েরা জীবনসঙ্গী হিসাবে সেরা প্রমাণিত হন। এই রাশির মেয়েরা খুব আত্মবিশ্বাসী, সাহসী এবং মানসিকতায় অত্যন্ত শক্তিশালী হন। এরা নিজের জীবন সঙ্গীকে খুশি দেখার জন্য সর্বদাই নতুন কিছু করে থাকেন। এরা নিজের জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা এবং বন্ডিং অত্যন্ত ভালো হয়। জীবন সঙ্গীর সাথে প্রেমের সম্পর্ক কী ভাবে দীর্ঘস্থায়ী করতে হয় এই রাশির মেয়েরা খুব ভালো করেই জানেন।

তবে এর ব্যাতিক্রমও দেখতে পাওয়া যায়। আর এর বাতিক্রমের কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান ও রাশি চক্রে বিভিন্ন গ্রহের অবস্থান।

আরো পড়ুন :- আগামী ৪ মাস অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জাতকদের, বৃহস্পতির সৌজন্যে পাল্টাবে ভাগ্য

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন