Bangla News Dunia, বাপ্পাদিত্য:-টানা পাঁচ ট্রেডিং সেশনে বাড়ল ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (আইএফসিআই) শেয়ার দর। অর্থ মন্ত্রকের অধীনস্ত এই সংস্থার স্টকের দাম বৃহস্পতিবার বাজার খোলার পরই ৬ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ৭৪.৫০ টাকায়। বুধবারও এই স্টকের দাম বেড়েছিল প্রায় ১৫ শতাংশ। শুধু শেষ পাঁচ দিন নয়, শেষ ১০ ট্রেডিং সেশনের মধ্যে ৮ সেশনেই বেড়েছে এই স্মল ক্যাপ স্টক। গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারে দুরন্ত ফিনান্সিয়াল রেজ়াল্ট হয়েছিল এই মাল্টিব্যাগার স্টকের। তার পর থেকেই এই স্টকে দেখা গিয়েছে বুলিশ ট্রেন্ড। এই পরিস্থিতিতে এই স্টক কেনার ব্যাপারে কী পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা?
IFCI Q4 Results
আইএফসিআই-এর প্রফিট আফটার ট্যাক্স (PAT) বেড়েছে ২০২৫ অর্থবর্ষের শেষ কোয়ার্টারে। ওই সময়কালে কর প্রদানের পর প্রফিট হয়েছে ২৬০.৪৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়কালে এই অঙ্ক ছিল ১৫৭.৩২ কোটি টাকা। অর্থাৎ ৬৫.৫ শতাংশ গ্রোফ হয়েছে এক বছরে। ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারে যদিও ৮.৭৪ কোটি টাকা লস হয়েছিল সংস্থার।
IFCI Stock Price
গত এক মাস ধরেই দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে এই সংস্থার স্টক। গত পাঁচ ট্রেডিং সেশনে প্রায় ৪৫ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। মে মাসেই এই স্টকের দাম বেড়েছে ৭২ শতাংশের বেশি। গত এক বছরে বিপুল ওঠানামার মধ্যে দিয়ে গিয়েও ২২ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। গত পাঁচ বছরে এই স্টক থেকে মিলেছে ১৪১২ শতাংশ রিটার্ন।
IFCI শেয়ার কেনা উচিত?
গত কয়েক দিন ধরেই স্ট্রং বুলিশ প্যাটার্ন দেখা যাচ্ছে আইএফসিআই-এর স্টকে। এই স্টক নিয়ে লগ্নিকারীদের মধ্যেই আগ্রহ চরমে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ মেয়াদের জন্য যাঁরা বিনিয়োগ করেন স্টক মার্কেটে, এই স্টক তাঁদের কাছে খুবই লাভজনক হতে পারে। গত এক মাসে এর পারফরম্যান্সও চমকে দিয়েছে বিশেষজ্ঞদের। শর্ট টার্মে ইনভেস্টের কথা ভাবলেও এই স্টক থেকে বড় অঙ্কের রিটার্ন পাওয়ার আশা রাখছেন বাজার বিশেষজ্ঞরা।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- শিল্পসাথী প্রকল্প কী? কী সুবিধা মিলবে? কী ভাবে আবেদন করবেন? জেনে নিন














