Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্র সরকার দেশের কৃষকদের জন্য PM Kisan Mandhan Scheme চালু করেছে। এই প্রকল্পটি আপনাকে বৃদ্ধ বয়সে আয়ের সুযোগ করে দেবে। অবসর জীবন নিয়ে ভাবনাচিন্তা দূর হবে। নিশ্চিন্তে কাটাতে পারবেন নিজের বার্ধক্য জীবন। আপনারা বাড়িতে বসেই হাতে পাবেন ৪২,০০০ টাকা। সারা জীবন পরিশ্রমের পর নিশ্চিন্তে দিন কাটাতে চাইলে এই প্রকল্পে নিজের আবেদন জমা করুন।
PM Kisan Mandhan Scheme 2025
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই দেশের কৃষকদের স্বার্থে চালু করেছেন পিএম কিষান (PM Kisan) প্রকল্প। যে প্রকল্পে কিষানরা প্রতিবছর বিভিন্ন কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে এই স্কিমে আবেদনের জন্য বেশ কিছু শর্ত আছে। আর কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের ২০-তম কিস্তি পেয়ে যেতে চলেছেন কিষানরা। কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে সরকার।
পিএম কিষাণ যোজনার সুবিধা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির PM Kisan Yojana প্রকল্পটি একজন কৃষকের জন্য অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে। এবার যদি কোনও কৃষক এই যোজনায় রেজিস্ট্রেশন করে থাকেন এবং স্কিমের সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে তিনি এমনিতে বিভিন্ন কিস্তিতে আর্থিক সুবিধা তো পাবেনই তার পাশাপাশি, ৬০ বছর বয়সে তিনি একটি বড়সড় সুবিধাও লাভ করতে চলেছেন।
কেন্দ্রীয় সরকারি প্রকল্প পিএম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কৃষকেরা নিজেদের ব্যাংক একাউন্টে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। কিন্তু যেসব কৃষক এর পাশাপাশি একইসঙ্গে পিএম কিষাণ মানধন যোজনা (PM Kisan Maandhan) তেও নিজের অবদান রাখতে প্রস্তুত, তাঁরা তাঁদের বৃদ্ধ বয়সে বার্ষিক ৪২০০০ টাকার সুবিধা পেতে চলেছেন।
পিএম কিষান মানধন নিধি যোজনা কী?
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনাটি হল দেশের কৃষকদের জন্য চালু হওয়া একটি পেনশন প্রকল্প। যদি কারও PM Kisan অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই কৃষক সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন PM Kisan Maandhan Yojana তে। এবার প্রশ্ন হল কেন রেজিস্ট্রেশন করবেন? কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনাতে ৬০ বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়ার নিয়ম রয়েছে। তাই বাড়ি বসে আর্থিক সহায়তা পাবেন আপনিও।
এই প্রকল্পে আবেদন জানানোর পদ্ধতি
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষককে PM Kisan-এ অ্যাকাউন্ট খুলতে হবে। এর পাশাপাশি তাঁকে PM Kisan Mandhan-এর পেনশন স্কিমের আওতায় সাবস্ক্রাইব করে নিতে হবে। এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকেরা প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত অবদান রাখতে পারবেন। তাঁদের সর্বনিম্ন অবদান হবে ৬৬০ টাকা এই সর্বোচ্চ অবদান হবে ২৪০০ টাকা।
উপসংহার
আজকের প্রতিবেদনে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প (Government Scheme) সম্পর্কে বলা হল। আপনারা যারা আগ্রহী হচ্ছেন স্কিমের সুবিধা পাওয়ার জন্য, তাঁরা অতি অবশ্যই নিজের আবেদন জমা করুন। নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করলে আপনিও আর্থিক সহায়তা পাবেন।
আরও পড়ুন:- বিমান গুরুতর দুর্ঘটনায় পড়লে পাইলট ‘Mayday Mayday’ বলে চিৎকার করেন, এর অর্থ কী?














