Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত বছর থেকেই ভারতের আইপিও-র বাজার বাড়ছিল। ২০২৪ সালে আইপিও-তে লগ্নির নিরিখে নতুন রেকর্ড তৈরি হয়েছিল। কিন্তু বাজারের অস্থিরতায় কারণে নতুন বছরের শুরুর দিকে বেশ কিছুটা ঝিমিয়ে পড়েছিল আইপিও-র পথচলা। লগ্নিকারীরাও আইপিও-তে লগ্নি কমিয়েছিলেন। তবে গত কয়েক ট্রেডিং সেশনে শেয়ার বাজারের সূচকগুলি অনেকটা বেড়েছে। এখন তাই আইপিও নিয়ে আগ্রহও বাড়ছে। এ সপ্তাহেই পাঁচটি সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে। এর মধ্যে রয়েছে একটি মেনবোর্ড আইপিও এবং চারটি স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ় আইপিও (Initial Public Offering)। এর পাশাপাশি একটি আইপিও-র স্টক এক্সচেঞ্জে লিস্টিংও হবে এ সপ্তাহে।
আথার এনার্জি আইপিও: এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে ২৮ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এর মাধ্যমে বাজার থেকে ২ হাজার ৯৮১ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা রয়েছে ওই সংস্থার। ৮ কোটি ১৮ লক্ষ শেয়ার ফ্রেস ইস্যু করবে এই সংস্থা। এর প্রতিশেয়ারের প্রাইস ব্যান্ড ৩০৪ থেকে ৩২১ টাকা।
আইওয়্যার সাপ্লাইচেন সার্ভিস আইপিও: এই সংস্থার সাবস্কিপশন চলবে সোমবার থেকে বুধবার পর্যন্ত। ২৮ লক্ষ ২৬ হাজার শেয়ার ফ্রেস ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২৭ কোটি ১৩ লক্ষ টাকা তুলবে ওই সংস্থা। এর প্রতি শেয়ারের দাম ৯৫ টাকা।
অরুণয় অর্গানিকস আইপিও: এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলবে ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। বাজার থেকে প্রায় ৩৪ কোটি টাকা তোলার লক্ষ্যে সাড়ে ৫২ লক্ষের বেশি শেয়ার বাজারে আনবে এই সংস্থা। এই শেয়ারের প্রাইস ব্যান্ড ৫৫ থেকে ৫৮ টাকা।
কেনরিক ইন্ডাস্ট্রিজ় আইপিও: প্রায় ৩৫ লক্ষ শেয়ার ফ্রেস ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা তুলবে এই সংস্থা। এর প্রতি শেয়ারের দাম ২৫ টাকা।
ওয়াগন লার্নিং আইপিও: ২ মে সাবস্ক্রিপশন শুরু হবে এই সংস্থার আইপিও। তা চলবে ৬ মে পর্যন্ত। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৭৮ থেকে ৮২ টাকা। আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৩৮ কোটি ৩৮ লক্ষ টাকা তুলতে চাইছে এই সংস্থা।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন