এই ৫ স্বভাব বাবার থেকে পায় ছেলে-মেয়েরা, জানেন কি?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাবার সঙ্গে বাচ্চাদের একটা বিশেষ বন্ধন থাকে।

এমতাবস্থায় শিশুরা বাবার কাছ থেকে শিখবে এটাই স্বাভাবিক।

বাবার কিছু অভ্যাস বাচ্চাদের মধ্যে অবশ্যই আসে।

এই অভ্যাসগুলো শিশুর স্বভাব, ব্যক্তিত্ব ও আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমতাবস্থায় বাবার এই ৫টি অভ্যাস নিঃসন্দেহে বেশিরভাগ সন্তানের মধ্যেই দেখা যায়।

বাবা শান্ত প্রকৃতির হলে সন্তানও শান্ত প্রকৃতির হতে পারে।

বাবা কোনও  শিল্প, ব্যবসা বা অন্য কোনও বিষয়ে আগ্রহী হলে সন্তানও সেসব বিষয়ে বেশি আগ্রহী হয়।বাবার সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস শিশুদের মধ্যেও দেখা যায়। শিশুর পিতামাতার  বেশি সংস্পর্শে থাকার কারণে এই প্রভাব দেখা যায়।

আরও পড়ুন:- আমেদাবাদ বিমান দুর্ঘটনার কারণ কী? জানালেন প্রাক্তন NAL ডেপুটি ডিরেক্টর

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন