Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিসংগঠন লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ইতিমধ্যেই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর তকমা দিয়েছে আমেরিকা। এবার পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলল পাকিস্তানের বন্ধু দেশ চিন। চিনা বিদেশমন্ত্রকের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা। সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক ভিত্তিতে এগিয়ে আসতে হবে সব দেশকে।
আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের
লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে আমেরিকা আন্তর্জাতিক জঙ্গিসংগঠনের তকমা দেওয়ায় বিপাকে পড়েছে পাকিস্তান। এবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খুলল চিন। শুক্রবার চিনা বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় আঞ্চলিক ভিত্তিতে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতায় সব দেশকে এগিয়ে আসতে হবে। তবে পাকিস্তানের নাম উল্লেখ না করে বেশ রেখেঢেকে প্রতিক্রিয়ায় চিন বলেছে, চিন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তারও তীব্র নিন্দা করে। তাই চিন চায়, সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক দেশগুলি যাতে সহযোগিতা এবং যৌথভাবে শান্তি ও সুস্থিতি বজায় রাখার চেষ্টা করে।
যদিও জঙ্গিকার্যকলাপ নিয়ে এখনও মিথ্যাচার করে যাচ্ছে পাকিস্তান সরকার। পাকিস্তানি বিদেশমন্ত্রক এক বিবৃতিতে শুক্রবার জানায়, তারা সেদেশে ঘাঁটি গেড়ে থাকা সব জঙ্গি সংগঠনকে ভেঙে দিয়েছে। সে কারণে পহলগাম জঙ্গিহানার সঙ্গে পিছনে বর্তমানে ‘বিলুপ্ত’ লস্কর-ই-তোইবার যোগাযোগ কিংবা পাকিস্তানের মদতের কোনও প্রশ্নই ওঠে না। জঙ্গি সংগঠনগুলির নেতৃত্বকে গ্রেপ্তার করে তাদের শাস্তিও দেওয়া হয়েছে। জঙ্গিদের শাখা সংগঠনগুলি ও তাদের কর্মীদেরও একইভাবে শাস্তি দিয়েছে সরকার।
পাকিস্তান যে কতটা মিথ্যাচার করে যাচ্ছে তার প্রমাণ মিলেছে মাসুদ আজহারের ক্ষেত্রে। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জোর গলায় দাবি করেছিলেন মাসুদ নাকি পাকিস্তানে নেই। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। তিনি সেখানে ঘুরতে গিয়েছেন নাকি কোনও জঙ্গি কার্যকলাপ করতে গিয়েছেন তা অবশ্য জানা যায়নি। প্রাথমিকভাবে ভারতীয় গোয়েন্দাদের অনুমান, বেড়াতে গিয়েছে কুখ্যাত জঙ্গি।
পহেলগাঁও হামলার মূল চক্রী পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (TRF) আমেরিকা আন্তর্জাতিক জঙ্গিদলের তকমা দেওয়ায় খুব খুশি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External affairs minister S Jaishankar)। আমেরিকার এই পদক্ষেপের প্রেক্ষিতে গতকাল ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক এক্সবার্তায় লিখেছেন, এই ঘোষণা ভারত-মার্কিন সন্ত্রাসবাদ দমন সহযোগিতার ক্ষেত্রে এক চরম স্বীকৃতি। যে তাঁরা লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন টিআরএফ-কে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন হিসেবে চিহ্নিত করেছেন।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র