BBangla News Dunia , সমরেশ দাস : – সারা দেশে এখনো চলছে কোবিদ-১৯ এর থাবা । লক্ষ্য লক্ষ্য মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে । সারা বিশ্ব তে ৩০ লক্ষ্যের অধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন , মারা গিয়েছেন এখনো পর্যন্ত্য ১ লক্ষের বেশি মানুষ । আমাদের দেশে এখন পর্যন্ত্য ৩৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন । মানুষ বাড়িতে বন্দি । কোনো কিছু খোলা নেই যে খানে মানুষ একটু যাবে সময় কাটাবে , সব বন্ধ । শুধু ঘরে থাকা ছাড়া উপায় নেই । কিন্তু ঘরে আর কত দিন থাকা যায় ।
তাই সবার কথা ভেবে ,সময় কাটাতে সাহায্য করতে আর সবার মন থেকে কিছুটা দুশ্চিন্তা কাটাতে গুগল ডুদল একটি সিরিজ শুরু করেছে যেখানে ফিরিয়ে আনা হচ্ছে জনপ্রিয় পুরনো ডুডল গেমগুলি। ডুডলের ট্যাগলাইন – স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম। আজকে ইউজারদের বাড়িতে বসে ক্রিকেট খেলার অবকাশ দিচ্ছে ডুডল।
আরো পড়ুন :- মোদিকে ট্যুইটারে আনফলো হোয়াইট হাউসের
এই ডুডলটি লঞ্চ করেছিল গুগল ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় । প্লে আইকনে ক্লিক করলেই শুরু হবে ক্রিকেট খেলা।দুটি ঝিঁঝিঁ পোকা, ব্যাট হাতে ক্রিজে রয়েছে। তাদের ঘিরে ফিল্ডিং করছে একদল শামুক। প্লে বাটনে ক্লিক করলেই খেলা শুরু হয়ে যাচ্ছে। দৌঁড়ে এসে বল ছুঁড়ে দিচ্ছে বোলার শামুক। আর মাউসে ক্লিক করে ব্যবহারকারী ব্যাটিং নিয়ন্ত্রণ করতে পারছেন। প্রত্যেক বল ব্যাটের সঙ্গতে এলেই স্কোর দেখাবে। ততক্ষণ টানা খেলতে পারবেন, যতক্ষণ না আউট হচ্ছেন। আর যদি আপনি শূন্য রানে আউট হলে স্ক্রিনে চলে আসছে ‘ডাক’ বা হাঁসের সাইন।
আরো পড়ুন :- ৪ই মে থেকে উঠছে গ্রীন জোনে লকডাউন , কিন্তু কিছু শর্ত মেনে চলতে হবে সবাই কে
তাই দেরি না করে নিজের মন কে একটু ভালো করে নিন আর চলে যান ৯০ দশকে । বাড়ির সবার সাথে একটা চ্যালেঞ্জ হিসাবে একে একে খেলুন । ভালোলাগবে এই টুকু বলা যেতে পারে ।