একজোট ভারত ও আমেরিকা , অস্বস্তিতে চীন পাক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- একজোট ভারত ও আমেরিকা। লাদাখের সীমান্তে চলছে চাপানউতোর। ভারতের একের পর এক সিদ্ধান্তে চাপে রয়েছে ড্রাগন। LAC তে লাল ফৌজের একেরপর এক ষড়যন্ত্র ব্যর্থ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবথেকে শক্তিমানক ভারতের সাহায্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। যাতে চীনা আগ্রাসনকে একেবারে ব্যর্থ করা যায়।

এয়ার ব্যাটেল ফিল্ডের শক্তিশালী ভারতীয় যোদ্ধা রণবিজয় আগে থেকেই চীনের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। ভারতের শক্তিশালী এয়ারক্রাফট রাফালের সঙ্গ দিতে এবার আমেরিকার দুটি এয়ারক্রাফট  F-35 আর F-21 ভারতীয় সেনার শক্তি বাড়াতে চলেছে। রাফালের আতঙ্ক নিয়ে চাপে থাকার পর আবার বড়সড় ঝটকা ভারতের তরফে শত্রু চীন আর পাকিস্তানকে। এবার সীমান্তে একেবারে ঘুম উড়তে চলেছে চীন ও পাকিস্তানের।

ফ্রান্স থেকে আসবে যুদ্ধবিমান rafal

আমেরিকার বায়ুসেনার গর্ব বলে ও শক্তিশালী বলে পরিচিত F-35 এয়ারক্রাফট নিয়ে সবথেকে বড় খবর সূত্র মারফত জানা যাচ্ছে , আকাশে এবার মহা শক্তি নিয়ে তৈরী ভারত। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চীন আর পাকিস্তানের রক্ত চাপ বেড়ে চলেছে দিন দিন। ভারতের শত্রু দুই দেশের একটাই চিন্তা যে, একদিকে রাফাল অন্য দিকে F-35। সীমান্তে আকাশ যুদ্ধে কিভাবে হবে ভারতের মোকাবিলা ? চাপের মধ্যে তাবড় তাবড় চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞ।

এক সূত্রে জানা গেছে যে ,  চীনের সাথে চলা সীমা বিবাদের মধ্যে ভারত এবার বন্ধু আমেরিকার থেকে F-35 এয়ারক্রাফট জেট কিনতে পারে। অন্য দিকে আমেরিকাও কৌশলে ড্রাগনের বিষ ঝাড়াতে ভারতকে সাচ্ছন্দে দিতে পারে F-35 বিধ্বংসী ফাইটার জেট। যা যথেষ্ট চাপে রাখবে চীনকে।

Highlights

1. একজোট ভারত ও আমেরিকা

2. যা যথেষ্ট চাপে রাখবে চীনকে

#INDIA #AMERICA #CHINA #LAC #F-35 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন