একটাই বাড়িতে বাস করেন গোটা শহরের মানুষ, জানুন কেন এমন সিস্টেম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শহর সম্বন্ধে সকলের ধারনা স্পষ্ট। প্রচুর বাড়ি, অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পোস্টঅফিস, থানা, পৌরসভা, চিকিৎসাকেন্দ্র, দোকানপাট, রাস্তা, গাড়ি এবং আরও অনেক কিছু। শহরে মানুষের জনবসতিও ঘন হয়। বহু মানুষ চান শহরে বসবাস করতে। যাতে তাঁরা সবকিছু সহজেই পেয়ে যান।

এই শহর দেখেই অভ্যস্ত বিশ্ববাসী। কিন্তু এই পৃথিবীতেই এমন একটা শহর রয়েছে যার সব বাসিন্দা একটিমাত্র বাড়িতে বসবাস করেন। ১৫ তলা করে গায়ে গায়ে ৩টি টাওয়ার। এই নিয়ে তৈরি হয়েছে বেগিচ টাওয়ার্স।

এখানেই বসবাস করেন হুইটিয়া শহরের সব মানুষ। এই একটি বাড়ি থেকে তাঁদের কোনও কারণে বাইরে যেতেও হয়না। সুড়ঙ্গপথে এ শহরে ঢোকা ও বার হওয়া।

আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন

শহরের মধ্যেই রয়েছে সব সুবিধা। এই বাড়িতে শুধু শহরবাসী থাকেন এমনটাই নয়, এই একটি বাড়িতেই একটি শহরকে চেখের দেখা দেখতে বহু পর্যটক হাজির হন এখানে। তাঁদেরও ওই বাড়িতেই জায়গা হয়।

আলাস্কার এই শহর কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে। অধিকাংশ সময়ই প্রবল ঠান্ডা। অনেক সময়ই বরফে মোড়া থাকে এই জায়গা। শহরটা ছড়িয়ে হলে সাধারণ মানুষের পক্ষে জীবনধারণ কঠিন হয়ে পড়ত। তাই একটি বাড়িতেই সকলে একসঙ্গে থাকেন। সেখানেই একটা শহর তৈরি করে নিয়েছেন তাঁরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাদের রাখা হত এখানে। সেজন্যই এই বাড়িটি তৈরি করা হয়। পরে যখন সেনা সরে যায়, তখন এই বাড়িকেই নিজেদের শহর বানিয়ে ফেলেন হুইটিয়ার বাসিন্দারা।

 

আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন