‘একটাও বাংলা গান গাইলেন না !’ শ্রেয়াকে নিয়ে আক্ষেপ ঝরে পড়ল চিরঞ্জিতের গলায়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইলেন শ্রেয়া। তাঁর মধুর কণ্ঠ শোনার জন্য ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সুরের জাদু মন ছুঁলেও, পিছু ছাড়ল না বিতর্ক। নেটপাড়া জুড়ে একটাই প্রশ্ন, বাঙালি হয়ে একটাও বাংলা গান গাইতে পারলেন না? আর নেট মাধ্যমের বিতর্ককে খানিক উসকে দিলেন  অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। তিনিও বলেন, বাংলা গান গাইলে ভালো লাগত।

আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন

শ্রেয়াকে (Shreya Ghoshal) নিয়ে চিরঞ্জিতের বক্তব্য, ‘শ্রেয়া বাঙালি। কলকাতায় আইপিএলের (IPL) উদ্বোধনে এসে সব গানের মাঝে দু-লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান, তাহলে কি করে চলবে!’

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

প্রসঙ্গত উল্লেখ্য, এবার অনুষ্ঠানে শ্রেয়ার গানের তালিকায় ছিল ‘যুবা’, ‘মা তুঝে সালাম’, ‘রং দে বাসন্তী’, ‘ঘুমার’, ‘ঢোল বাজে’র মতো একাধিক জনপ্রিয় হিন্দি গান। আর এই গানের তালিকাই খানিকটা হলেও হতাশ করেছে বাঙালি শ্রোতাদের।  যদিও এইসব বিতর্ককে কখনই খুব বেশি আমল দেন না গায়িকা। এবারও তার অন্যথা ঘটেনি। বদলে সোশাল মিডিয়ায় নিজের আগামী অনুষ্ঠানের প্রচার সারতে বেশি আগ্রহী গায়িকা।

আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন