Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঘাড়ে এবং কোমরে দীর্ঘমেয়াদি যন্ত্রণায় আজকাল বেশিরভাগ মানুষই ভুগে চলেছেন। হাভার্ড মেডিক্যাল সেন্টারের গবেষণা বলছে, এই দীর্ঘমেয়াদি ব্যথার কারণে কর্মীদের কাজের দক্ষতা এবং স্মৃতিশক্তি কমে যেতে থাকে, মেজাজ বিগড়ে যায়, ব্যথার কারণে ঘুমের নানা সমস্যা দেখা দেয়। বলাবাহুল্য, এর নেতিবাচক প্রভাব পড়ে অফিসের কাজে। সময়মতো সিদ্ধান্ত নিতে সমস্যা হয়।
ব্যথার কারণ
বিশেষজ্ঞদের মতে, পিঠে ব্যথা বা শিরদাঁড়ার সমস্যা হওয়ার একটা বড় কারণ হলো কর্মক্ষেত্রে এক টানা ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বসে থাকা। চেয়ারে বসার ভঙ্গি, দীর্ঘ সময় ধরে নড়াচড়া না করা, এমনকী সঠিক চেয়ার নির্বাচনে ভুলের কারণেও শিরদাঁড়ায় ব্যথা হতে পারে। তাই চেয়ারে বসার সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। বসার চেয়ারের হেলান দেওয়ার জায়গাটি মেরুদণ্ডকে ঠিকভাবে সাপোর্ট না দিলে মাংসপেশীতে টান লাগে। যার ফলে ঘাড়ে-পিঠে ব্যথা শুরু হয়। কাজের টেবিল এবং চেয়ারের উচ্চতার ব্যালান্স ঠিক না হলে কোমর এবং কবজিতে ব্যথা হতে পারে। কম্পিউটারে কাজ বেশি করতে হলে হাত কিংবা ঘাড়ে সাপোর্ট দেওয়া চেয়ারে বসা উচিত।