Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহারাষ্ট্রের ইয়াবতমাল জেলার এক কৃষককে রাতারাতি কোটিপতি করে তুলেছে একটি গাছ। কেউ এটা বিশ্বাস করবে না, কিন্তু এটা একেবারেই সত্যি। এই ঘটনাটি পুসাদ তহসিলের খুরশি গ্রামে। যেখানে কেশব শিন্ডে নামে এক কৃষকের পৈতৃক জমিতে একটি গাছ রয়েছে। ২০১৪ সাল পর্যন্ত শিন্ডে পরিবার জানত না যে এই গাছটি কোন প্রজাতির। সেই সময় রেলের সার্ভে করা হচ্ছিল ওই এলাকায়। কর্নাটক থেকে রেলের আধিকারিকরা এসেছিলেন। তাঁরাই শিন্ডে পরিবারকে জানান যে গাছটি লাল চন্দন। এর দাম অনেক টাকা। গাছের দাম শুনে শিন্ডে পরিবার অবাক হয়ে যায়।
এর পরে রেল সেই জমি অধিগ্রহণ করে। গাছের জন্য কোনও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে তাড়া কোনও কথা বলছিল না। এরপর শিন্ডে পরিবার ব্যক্তিগতভাবে গাছটির দাম সম্পর্কে জানতে খোঁজখবর নেয়। তারা জানতে পারে এই গাছটির মূল্য প্রায় ৪ কোটি ৯৭ লক্ষ টাকা। রেল তখনও সেই দাম দিতে অস্বীকার করে। যার ফলে শিন্ডে পরিবার বিষয়টি নিয়ে আদালতে নিয়ে যায়।
আদালত রেলকে ১ কোটি টাকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এখন কৃষকের অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিন্ডে পরিবার সেই টাকা তোলার অনুমতিও পেয়েছে। প্রায় ১০০ বছরের পুরনো এই বিশাল লাল চন্দন গাছের বিনিময়ে সেন্ট্রাল রেল মুম্বই হাইকোর্টের নাগপুর বেঞ্চে ১ কোটি টাকা জমা দিয়েছে। বর্তমানে, আদালত এর থেকে ৫০ লক্ষ টাকা তোলার অনুমতি দিয়েছে। এছাড়াও গাছের সঠিক দাম নির্ধারণের পরেশিন্ডে পরিবারকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:- 26/11 মুম্বই হামলার পেছনে তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? সামনে এলো বিস্ফোরক তথ্য