একটা টিকটিকির দামই ৬০ লক্ষ টাকা, কেন ? জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ৩ জন কাউকে কিছু বুঝতে না দিয়ে একটি রাজ্য থেকে অন্য রাজ্যে ঢোকে। সঙ্গে ছিল ছোট ছোট অতি মামুলি বাজার করার ব্যাগ। সেগুলির মুখটা দড়ি দিয়ে বাঁধা। কে জানত যে তারমধ্যে রয়েছে টিকটিকি।

যে টিকটিকিরা একাই একজনের জীবন বদলে দিতে পারে। কারণ তাদের একটির দামই ৬০ লক্ষ টাকা। এমন ১১টি। মানে ৬ কোটি ৬০ লক্ষ টাকা! এভাবে যে টিকটিকিগুলিকে দেশের বাইরে পাচার করার চেষ্টা চলছে সে খবর পৌঁছে যায় পুলিশের কাছে।

অরুণাচল প্রদেশ থেকে সংগ্রহ করে টিকটিকি নিয়ে অসমে ঢোকার পর অসম এসটিএফ এবং ডিব্রুগড় পুলিশ ওত পেতে ছিল পাচারকারীদের পাকড়াও করে টিকটিকিগুলি উদ্ধার করার জন্য।

অসম পুলিশ এক্স হ্যান্ডলে জানিয়েছে তারা ওই টিকটিকিগুলি উদ্ধার করে এবং ৩ জন যারা সেগুলি পাচার করছিল উত্তর পূর্ব এশিয়ায়, তাদের গ্রেফতার করতে সমর্থ হয়েছে। ডিব্রুগড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

ওই ৩ পাচারকারী নিজেরাই পুলিশের কাছে স্বীকার করেছে যে টোকে গেকো প্রজাতির ওই টিকটিকিদের চাহিদা উত্তর পূর্ব এশিয়ায় বিপুল। এগুলির প্রতিটি তারা ৬০ লক্ষ টাকা করে বিক্রি করতে যাচ্ছিল।

টোকে গেকো প্রজাতির টিকটিকি কিন্তু অতি বিরল প্রজাতির তালিকার অন্তর্ভুক্ত। ভারতের অরুণাচল প্রদেশ ও অসমের কয়েকটি মাত্র জায়গায় তাদের দেখা পাওয়া যায়। তাদের ধরা নিষিদ্ধ। সেখানে তাদের ধরে বিপুল দামে পাচার করার চেষ্টা সামনে এল।

 

 

আরও পড়ুন:- ওয়াকফ অশান্তিতে থাকতে পারে বিজেপির এজেন্সির হাত, আশঙ্কা কুণাল ঘোষের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন