একটি ডিম বিক্রি হল ৪৩ হাজার টাকায়, কারণ কি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ডিমের দাম কত হতে পারে? বাংলায় ডিমের দাম ৭ টাকা পার করলেই সংবাদমাধ্যমে খবর হয়ে যায়। ডিমের এতটা দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে একটি ডিমের দাম কিনা ৪৩ হাজার টাকা! এমনটা হতে পারে নাকি? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এটাই ঘটেছে।

একটি ডিম নিলামে বিক্রি হয়েছে ৪৩ হাজার টাকায়। স্বভাবতই প্রশ্ন ওঠে কি আছে ওই ডিমে? সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের একটি ফার্মে ডিমের দায়িত্বে থাকা এক কর্মীর প্রথম নজরে পড়ে ডিমটি।

আর পাঁচটা ডিমের চেয়ে এটি আলাদা। কারণ ডিম গোল হয়না। আর এই ডিমটি একদম ঠিক বলের মত গোল। এমন ডিম কোটিতে একটা পাওয়া যায়। যা তাঁর হাতে আসে।

আরও পড়ুন:- সোনার বন্ড নাকি সোনার গয়না? জেনে নিন কোনটিতে বিনিয়োগ করা বেশি লাভজনক?

ঠিক এমনই একটি গোল ডিম গতবছরের ডিসেম্বরে হইচই ফেলে দিয়েছিল। সেটা পাওয়া গিয়েছিল ইংল্যান্ডের বার্কশায়ারে। এবার পাওয়া গেল ডেভনের কাছের ওই ফার্মে।

গোল ডিম কি ইংল্যান্ডেই পাওয়া যায়? এ প্রশ্নের উত্তর জানা নেই কারও। তবে কয়েক মাসের ব্যবধানে ২টি গোল ডিম পাওয়া গেল ইংল্যান্ডেই।

এবার যে গোল ডিমটি পাওয়া গেছে সেটির গুরুত্ব বুঝে সেটিকে নিলামে দেওয়া হয়। সেখানে ৫০০ ডলার দাম চড়ে এটির। ওই দামেই বিক্রি হয়ে যায়। যা ভারতীয় মুদ্রায় ৪৩ হাজার টাকার মত।

আরও পড়ুন:- LIC চালু করেছে দারুণ লাভজনক পেনশন স্কিম, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- বাংলাদেশে ছাত্র আন্দোলনের ‘গরিব’ নেতাদের কোটি-কোটির ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ, জানুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন